এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1459
14581. কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে?
- বাষ্পীভবন
- উর্ধ্বপাতন
- ব্যাপন
- নি:সরণ
14582. পদার্থের-
- ভর আছে
- জায়গা দখল করে
- জড়তা আছে
A,B,C
14583. যার জড়তা আছে তাই-
- শক্তি
- পদার্থ
- জড় পদার্থ
- উপাদান
14584. একই পদার্থকে কীভাবে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় দেওয়া যায়?
- তাপ প্রয়োগে
- তাপ হ্রাস করে
- চাপ প্রয়োগ
- চাপ হ্রাস করে
14585. কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়?
- হিমাঙ্কে
- স্ফুটনাঙ্কে
- গলনাঙ্কে
- শিশিরাঙ্কে
14586. কখন প্রতিটি বিশুদ্ধ কঠিন ও তরল পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক স্থির?
- স্থির তাপমাত্রায়
- স্থির চাপে
- স্থির চাপ ও তাপমাত্রায়
- স্থির চাপ ও তাপমাত্রায় নয়
14587. খাবার লবণ ও পানির দ্রবণ এর ক্ষেত্রে-
- এটি একটি সমসত্ত্ব মিশ্রণ
- প্রক্রিয়াটি একটি ব্যাপন প্রক্রিয়া
- প্রক্রিয়াটি একটি অনুব্যাপন প্রক্রিয়া
A,B
14588. উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়-
- নিশাদল
- কর্পূর
- আয়োডিন
A,B,C
14589. নিচের পদার্থের বৈশিষ্ট্যসমূহ লক্ষ করো-
- তামা একটি ধাতু
- পানি একটি মৌলিক পদার্থ
- নাইট্রোজেন অধাতু
A,B,C
14590. বেলুন বা পাত্রের ভেতরের গ্যাসের কণাসমূহ পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে কী বলে?
- গ্যাসের গতিশক্তি
- গ্যাসের আন্তঃআণবিক শক্তি
- গ্যাসের চাপ
- গ্যাসের স্থিতিশক্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-2 - এসএসসি-রসায়ন-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1459"