এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-12 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1442
14411. দুগ্ধবতী গাভীর ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য খাদ্যের সাথে কী খাওয়ানো হয়?
- NaHCO3
- CaCO3
- CaO
- Ca(OH)2
14412. ভিনেগার –
- ইথানয়িক এসিডের জলীয় দ্রবণ
- এতে ইথানয়িক এসিডের পরিমাণ 6-10%
- এর pH > 7
A,B
14413. তেল ও চর্বির প্রতি গ্রামে কতটুকু খাদ্যশক্তি থাকে?
- 29.3 kJ
- 29.36 kJ
- 29.46 kJ
- 29.56 kJ
14414. ভিনেগারে ইথানয়িক এসিডের পরিমাণ কত?
- 3.5-4.0%
- 5-6%
- 5.5-6%
- 6-10%
14415. X+H+→Ca2++CO2+H2O; বিক্রিয়াটির X পদার্থটি –
- খাবার সোডা উৎপাদনে ব্যবহৃত হয়
- সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল
- মাটির pH বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়
A,B,C
14416. সাবান ও ডিটারজেন্ট –
- লম্বা কার্বন শিকলযুক্ত অণু
- দ্রবীভূত অবস্থায় ঋণাত্মক ও ধনাত্মক আয়নে বিশ্লিষ্ট হয়
- উভয় খর পানিতে সমানভাবে কাপড় পরিষ্কার করে
A,B
14417. X একটি সুগন্ধিযুক্ত এস্টার। প্রকৃতিতে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। যৌগটিকে আর্দ্রবিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায়?
- RCOOH ROH
- ROH RCOOH2
- RCHO RCOOH
- RCOOH RCOOHR
14418. পরিষ্কারক হলো –
- সাবান
- ডিটারজেন্ট
- টয়লেট ক্লিনার
A,B,C
14419. গ্লিসারিন স্টিয়ারেট –
- চর্বির উপাদান
- পাম তেলে থাকে
- সম্পৃক্ত ফ্যাটি এসিড
A,B
14420. CH3(CH2)10CH2-O.SO-3Na+ যৌগটি –
- ক্যাটায়নিক ডিটারজেন্ট
- অ্যানায়নিক ডিটারজেন্ট
- অম্লীয় ও ক্ষারীয় মাধ্যমে ব্যবহৃত হয়
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-12 - এসএসসি-রসায়ন-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1442"