এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1419
14181. বর্তমানে কোন দেশে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মটর ইঞ্জিনের জ্বালানিরূপে ব্যবহার করা হচ্ছে?
- জাপানে
- চীনে
- আমেরিকায়
- ব্রাজিলে
14182. মিথেন উৎপন্ন করতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়?
- N1
- V2O5
- LiAlH4
- MnO2
14183. বিউটেনের স্ফুটনাংক কত?
- -10C
- -420C
- -890C
- 10C
14184. পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ লুব্রিকেটিং অয়েল ও বিটুমিন থাকে?
- 0.3
- 0.4
- 0.45
- 0.5
14185. ফরমালিনে আয়তন হিসেবে শতকরা কত ভাগ মিথান্যাল থাকে?
- 0.2
- 0.3
- 0.4
- 0.5
14186. অ্যালকেনসমূহের –
- ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়
- দহন বিক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয়
- প্রতিস্থাপন ঘটে
A,B,C
14187. দেহের কোষ ও গলা গঠন করে কোনটি?
- সেলুলোজ
- স্টার্চ
- গ্লাইকোজেন
- প্রোটিন
14188. C1-C4 কার্বন শিকল বিশিষ্ট অশোধিত পেট্রোলিয়াম তৈলের পাতিত অংশ –
- এর পাতন তাপমাত্রা 200C
- তরলীকৃত প্রাকৃতিক গ্যাস
- বাড়ির রান্নার গ্যাস চুল্লিতে জ্বালানিরূপে ব্যবহৃত হয়
A,C
14189. অ্যালকাইনসমূহ –
- অ্যালকিনের তুলনায় সক্রিয়
- সংযোজন বিক্রিয়া দেয়
- ব্রোমিনকে বর্ণহীন করে
B,C
14190. কোনটিকে ধাপভিত্তিক পলিমারকরণ বলে?
- সংযোজন
- যুত
- চেইন
- ঘনীভবন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-11 - এসএসসি-রসায়ন-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1419"