এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1424
14231. নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়?
- C3H4
- C3H6
- C2H2
- C4H4
14232. CH4+2O2®CO2+2H2O বিক্রিয়ায় জীবাশ্ম জ্বালানিটি –
- উচ্চ তাপ ও চাপে সৃষ্টি হয়
- বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়
- জীবদেহ ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়
A,B,C
14233. ইথানলের নিরুদনের মাধ্যমে পাওয়া যায় –
- প্রোপিন
- মিথেন
- ইথিন
- বিউটিন
14234. প্রাকৃতিক গ্যাসের উপাদানসমূহের মধ্যে –
- ইথেন তাকে 7%
- সবচেয়ে বেশি পরিমাণ থাকে মিথেন
- পেনটেন থাকে 3%
A,B,C
14235. ইথানলকে নিরুদিত করলে কী পাওয়া যায়?
- ইথিন
- প্রোপিন
- ইথেন
- ইথাইন
14236. শিল্পক্ষেত্রে কোনটি থেকে ইথাইন প্রস্তুত করা হয়?
- CaBr2
- MgC2
- CaC2
- CH4
14237. হাসপাতালে ব্যবহৃত পলিমারের নাম কী?
- পলি ইথান্যাল
- পলিইথানল
- পলিথিন
- পলিপ্রোপিলিন
14238. ফরমালডিহাইড ও ইউরিয়া ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় উৎপন্ন করে কোনটি?
- মেলামাইন
- নাইলন
- পলিভিনাইল ক্লোরাইড
- ডেরলিন
14239. পেট্রোলিয়ামে শতকরা কতভাগ ন্যাপথা থাকে?
- 20 ভাগ
- 30 ভাগ
- 10 ভাগ
- 40 ভাগ
14240. প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় প্রধান উপাদান কী?
- মিথেন
- ইথেন
- পেনটেন
- বিউটেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-11 - এসএসসি-রসায়ন-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1424"