এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-8 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 491
4901. বিদ্রোহী ফকির দলের নেতার নাম কী ছিল?
- ভবানী পাঠক
- মজনু শাহ
- চেরাগ আলী শাহ
- মাদার বকস
4902. ফকির-সন্ন্যাসীরা জীবিকা নির্বাহ করত-
- ভিক্ষাবৃত্তি করে
- মুষ্টি সংগ্রহ করে
- গান বাজনা করে
A,B
4903. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
- বারাসাতে
- নারিকেলবাড়িয়ায়
- হুগলিতে
- নদীয়ায়
4904. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্মজীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে সাহিত্যচর্চায় মনোযোগী হন। কেন?
- সাহিত্যের প্রতি দুর্বলতা ছিল
- বাংলা ভাষায় উন্নতমানের পাঠ্যপুস্তকের অভাব ছিল
- সাহিত্য বিষয়ে তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল
B,C
4905. ব্রাহ্মণিকাল ম্যাগাজিন পত্রিকার প্রকাশক কে ছিলেন?
- আব্দুল লতিফ
- ভবানী পাঠক
- রাজা রামমোহন রায়
- সৈয়দ আহমদ
4906. হাজী মুহম্মদ মহসীন হুগলিতে কয়টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
4907. ‘নীল কমিশন’ গঠিত হয় কখন?
- ১৮৬০ খ্রিস্টাব্দে
- ১৮৬১ খ্রিস্টাব্দে
- ১৮৬২ খ্রিস্টাব্দে
- ১৮৬৩ খ্রিস্টাব্দে
4908. তিতুমীর জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ান-
- কৃষকদের নির্যাতন হতে রক্ষা করতে
- ব্রিটিশ শোষণ থেকে প্রজাসাধারণকে রক্ষা করতে
- নিজের সম্মান বৃদ্ধি করতে
A,B
4909. কলকাতা হিন্দু কলেজ কর্তৃপক্ষ‘পার্থেনন’ পত্রিকা বন্ধ করে দেয়-
- সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সমালোচনা করায়
- ধর্মীয় গোঁড়ামির সমালোচনা করায়
- প্রিন্সিপালের বিরুদ্ধে সমালোচনা করায়
A,B
4910. Central Mohammedan Association গঠিত হওয়ার কারণ কী?
- ব্রিটিশদের সহায়তা প্রদান
- মুসলমানদের দাবি দাওয়ার প্রতি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ
- ব্রিটিশবিরোধী আন্দোলনের উদ্দেশ্যে জনমত গঠন
- হিন্দুদের সমকক্ষ হিসেবে মুসলিমদের প্রতিষ্ঠা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-8 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 491"