এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 452
4511. হামিদ সাহেব একজন ধনী মুসলমান। তিনি বেশ কয়েকটি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মাদ্রাসা, মসজিদ ইত্যাদি নির্মাণ করেন। মধ্যযুগের শাসকগণও স্ব স্ব রাজ্যে এগুলো নির্মাণ করতেন। হামিদ সাহেব ও শাসকদের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
- মুসলমান ঐক্য রক্ষা
- ব্যক্তিগত প্রভাব বৃদ্ধি
- ধর্মীয় চেতনা প্রসার
A,C
4512. পাঁচ পীরের দরগাহ কোথায় অবস্থিত?
- চট্টগ্রাম
- সোনারগাঁও
- সিলেট
- বাগেরহাট
4513. কোন কাব্য ফার্সি রচনার অনুবাদ?
- রসুল বিজয়
- রাগমালা
- ইউসুফ জুলেখা
- সাতনামা
4514. বড় কাটরা কোন নদীর তীরে অবস্থিত?
- গোমতী
- মেঘনা
- পদ্মা
- বুড়িগঙ্গা
4515. বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সুলতানগণ কী করছেন?
- বিদ্যালয় প্রতিষ্ঠা
- পাঠাগার প্রতিষ্ঠা
- বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
- পৃষ্ঠপোষকতা
4516. ছেলে-মেয়েদের মক্তবে প্রেরণ করা হতো কেন?
- প্রাথমিক শিক্ষার জন্য
- উচ্চতর শিক্ষার জন্য
- ধর্মীয় শিক্ষার জন্য
- মাধ্যমিক শিক্ষার জন্য
4517. একলাখী মসজিদ আসলে কী?
- একটি মসজিদ
- একটি কবর
- একটি দরগাহ
- একটি মন্দির
4518. মধ্যযুগের হিন্দু সমাজের নিম্নস্তরের ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
- ব্রাহ্মণ
- কায়স্থ
- বৈশ্য
- শূদ্র
4519. ঢাকার শাঁখারি পট্টিতে গিয়ে ফারাজের মনে পড়ল শঙ্খশিল্পের জন্য বাংলার একটি যুগ বিখ্যাত ছিল। এটি হলো-
- চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীর বাংলা
- বাংলার মধ্যযুগ
- বাংলার প্রাচীনযুগ
A,B
4520. শাহিন বিভিন্ন স্থান ঘুরে দেখতে পায় এখনো অনেক লোক শিক্ষাবঞ্চিত। কিন্তু মধ্যযুগে শাসকগণ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যথেষ্ট যত্নবান ছিলেন তারা বিভিন্ন রকম শিক্ষালয় নির্মাণ করেন। বিভিন্ন ধরনের ভাষা শিক্ষা জনসাধারণকে উৎসাহ দিতেন।উদ্দীপক অনুযায়ী মধ্যযুগের জন্য কোনটি সাদৃশ্যপূর্ণ?
- স্কুল-কলেজ
- মক্তব-মাদ্রাসা
- মসজিদ-মন্দির
- বিশেষ স্কুল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 452"