এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 448
4471. কীভাবে নাসিরউদ্দিন নুসরত শাহ সম্রাট বাবরের আক্রমণ প্রতিহত করেন?
- যুদ্ধ করে
- সন্ধি করে
- বীরত্বের দ্বারা
- পালিয়ে গিয়ে
4472. দিল্লির সুলতানের বাংলার বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন?
- বিদ্রোহীরা দুর্বল ছিল
- দিল্লি সুলতানের আক্রমণের কারণে
- বিদ্রোহীদের মধ্যে আভ্যন্তরীণ কলহ চলছিল
- দিল্লি সুলতানের সাথে তাদের সন্ধি হয়েছিল
4473. শামসুদ্দীন ইলিয়াস শাহের মৃত্যুর পর বাংলা সিংহাসনে বসেন কে?
- ফখরুদ্দীন
- গাজী শাহ
- ইজ্জউদ্দীন
- সিকান্দার শাহ
4474. বারভুঁইয়াদের দমনের সাথে সম্পৃক্ত-
- সম্রাট হুমায়ুন
- সম্রাট জাহাঙ্গীর
- মুঘল সুবাদারগণ
B,C
4475. বরবক শাহ তাঁর ফতেহ শাহকে হত্যা করেন। এর যথার্থ কারণ কী?
- ক্রীতদাসদের প্রলোভনের কারণে
- ফতেহ শাহ সৎভাই ছিলেন
- ফতেহ শাহ অযোগ্য শাসক ছিলেন
- শাসক হওয়ার অভিপ্রায় পূরণের জন্য
4476. মামুন ১৩৪২ সালের বাংলার একটি রাজবংশের কথা বলেন। মামুন কোন রাজবংশের কথা তার বক্তব্যে তুলে ধরেছেন?
- হোসেন শাহি বংশ
- ইলিয়াস শাহি বংশ
- হাবসি বংশ
- মুজাফফরী বংশ
4477. রাজা গণেশের ছেলেকে ইসলাম ধর্মে দিক্ষিত করেন কেন?
- পুণ্য লাভের আশায়
- সন্ধির শর্ত মান্য করতে
- হিন্দুদের অত্যাচার থেকে রক্ষা পেতে
- অর্থের লোভে
4478. বাংলায় প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠাতা ছিলেন ‘X’ । ‘X’ নিচের কোনটিকে নির্দেশ করছে?
- ফখরুদ্দিন মুবারক শাহ
- হুসেন শাহ
- ইলিয়াস শাহ
- গিয়াসউদ্দিন আজম শাহ
4479. সৌন্দর্যরসিক কথাটি কার সাথে সাঞ্জস্যপূর্ণ?
- মুবারক শাহ
- ফিরোজ শাহ
- বরবক শাহ
- আহমদ শাহ
4480. ‘জাহাঙ্গীরের’ ক্ষেত্রে প্রযোজ্য-
- বাংলার বারভুঁইয়াদের দমন সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের কৃতিত্বপূর্ণ কাজ
- জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীর নগর
- জাহাঙ্গীরের আমল ‘নবাবি আমল’ নামে পরিচিত
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 448"