এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 395
এসএসসি-বাংলাদেশের ইতিহাস কুইজ | 3941. দক্ষিণ পূর্ব বাংলায় বর্ম রাজবংশের প্রতিষ্ঠা হয় কীভাবে?
- পাল রাজশক্তির দুর্বলতার জন্য
- শ্রীচন্দ্রের দুর্বলতার জন্য
- সেন রাজশক্তির দুর্বলতার জন্য
- কান্তিদেবের দুর্বলতার জন্য
3942. শিক্ষক শ্রেণিকক্ষে বলেন পাল আমলের একজন শাসক বৌদ্ধধর্মের বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বুদ্ধগয়ার মন্দির নির্মাণসহ মুঙ্গের রাজধানী স্থাপন করেন। শিক্ষক কোন শাসক সম্পর্কে বলেন?
- রাজ্যপাল
- বিগ্রহপাল
- দ্বিতীয় গোপাল
- দেবপাল
3943. কোন বংশের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়?
- গুপ্ত
- পাল
- সেন
- পুণ্ড্র
3944. দুর্বল উদ্যমহীন শাসক কে ছিলেন?
- প্রথম বিগ্রহপাল
- নারায়ণপাল
- দ্বিতীয় বিগ্রহপাল
- দ্বিতীয় গোপাল
3945. শশাঙ্কের মৃত্যুর পর কোন যুগের সূচনা হয়?
- দুর্যোগপূর্ণ অন্ধকারময়
- স্বাধীন
- মৌর্য যুগ
- গুপ্ত যুগ
3946. খড়গ বংশের রাজধানীর নাম কী ছিল?
- কর্মান্ত বাসক
- শ্রীশান্তিবসাক
- কান্তিদেববসাক
- রোহিতগিরিবসাক
3947. গোপালের পিতামহ কে ছিলেন?
- বপ্যট
- দেবপাল
- দয়িতবিষ্ণু
- মহীপাল
3948. কন্ব বংশের ইতিহাস জানার জন্য আমাদের কাছে কী নেই?
- যথেষ্ট উপাদান
- লিখিত উপকরণ
- প্রমাণ
- ইতিহাসবিদ
3949. শশাংকের রাজত্বকালে পশ্চিম দিক থেকে কোন শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল?
- মৌখরী
- পুষ্যভূতি
- কান্যকুব্জ
- থানেশ্বর
3950. তাম্র শাসন থেকে জানা যায়, বঙ্গরাজ্যের শাসনকর্তা ছিল-
- গোচন্দ্র
- ধর্মদিত্য
- সমাচারদের
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস কুইজ - 395"