এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 394
এসএসসি বাংলাদেশের ইতিহাস | 3931. তৃতীয় বিগ্রহপালের মৃত্যুর পর কে ক্ষমতা লাভ করেন?
- দ্বিতীয় গোপাল
- দ্বিতীয় বিগ্রহপাল
- দ্বিতীয় ধর্মপাল
- দ্বিতীয় মহীপাল
3932. ‘অদ্ভুদসাগর’ গ্রন্থটি সমাপ্ত করেছিলেন কে?
- বিজয় সেন
- লক্ষণ সেন
- বল্লাল সেন
- কেশব সেন
3933. বর্ম বংশের শেষ রাজা কে ছিলেন?
- হরি বর্মা
- ব্রজ বর্মা
- ভোজ বর্মা
- শ্যামল বর্মা
3934. শশাঙ্ক কত খ্রিষ্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন?
- ৬০৩ খ্রিষ্টাব্দের
- ৬০৪ খ্রিষ্টাব্দের
- ৬০৫ খ্রিষ্টাব্দের
- ৬০৬ খ্রিষ্টাব্দের
3935. ধর্মপাল যাদের ভূমি দান করেছিলেন তাদের অনেকেই কোন ধর্মের লোক ছিলেন?
- বৌদ্ধ
- হিন্দু
- জৈন
- শৈব
3936. পাল যুগের কেন্দ্রীয় সরকারের আয়ের অন্যতম উৎস কোনটি?
- কর
- রাজ্য দখল
- সম্পদ লুট
- সম্পদ বাজেয়াপ্ত
3937. দেবদের রাজত্ব বিস্তৃত ছিল কোথায়?
- গৌড়ে
- বঙ্গে
- পুণ্ড্রে
- সমতটে
3938. রাজবর্ধনের মৃত্যু হলে হর্ষবর্ধন-
- কনৌজের সিংহাসনে আরোহণ করেন
- থানেশ্বর সিংহাসনে আরোহণ করেন
- শশাংকের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন
A,B,C
3939. ভাগলপুরের ২৪ মাইল পূর্বে ধর্মপালের নির্মিত মঠটি কী নামে পরিচিতি ছিল?
- পরমেশ্বর মঠ
- পরমভট্টারক মঠ
- মহারাজাধিরাজ বিহার
- বিক্রমশীল বিহার
3940. পাল যুগে শান্তি রক্ষার জন্য সুন্দর বিচার বিভাগ ও পুলিশ বিভাগ ছিল। এটি কি প্রমাণ করে?
- সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত হয়েছিল
- শান্তি রক্ষায় পুলিশ বিভাগ সক্রিয় ছিল
- সমাজে শান্তি রক্ষা ছিল সেন যুগের অন্যতম বৈশিষ্ট্য
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট"