এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 386
3851. গৌড়ের উল্লেখ দেখা যায় সর্বপ্রথম কার গ্রন্থে?
- পাণিনির
- হেরোডোটাসের
- ইৎসির
- মিহিরের
3852. পুণ্ড্রবর্ধন কোন জেলা জুড়ে বিস্তৃত ছিল?
- গঙ্গা
- বর্তমান কুমিল্লার প্রাচীন নাম
- কুমিল্লার ও নোয়াখালী অঞ্চলে নিয়ে সমতট গঠিত হয়েছিল
A,B,C
3853. তাম্রলিপ্ত জনপদ কোথায় অবস্থিত ছিল?
- হরিকেলের উত্তরে
- হরিকেলের দক্ষিণে
- হরিকেলের পূর্বে
- হরিকেলের পশ্চিমে
3854. শশাঙ্কের রাজধানী কোন জনপদে অবস্থিত ছিল?
- বরেন্দ্র
- পুণ্ড্র
- বঙ্গ
- গৌড়
3855. হরিকেলের উত্তরে কোন জনপদ অবস্থিত ছিল?
- বরেন্দ্র জনপদ
- চন্দ্রদ্বীপ জনপদ
- তাম্রলিপ্ত জনপদ
- সমতট জনপদ
3856. সম্রাট অশোকের রাজত্বকাল কোনটি?
- খ্রি.পূ. ২৭৩-২৩২ অব্দ
- খ্রি.পূ. ২৭৪-২৩৩ অব্দ
- খ্রি.পূ. ২৭৫-২৩৪ অব্দ
- খ্রি.পূ. ২৭৬-২৩৫ অব্দ
3857. সাত শতক হতে তাণ্ডভুক্তি নামে পরিচিতি লাভ করে কোন জনপদটি?
- চন্দ্রদ্বীপ
- বঙ্গ
- সমতট
- তাম্রলিপ্ত
3858. গঙ্গা ও ভাগীরথী মাঝখানের অঞ্চলকে বলা হতো-
- গৌড়
- বঙ্গ
- হরিকেল
- পুণ্ড্র
3859. তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল?
- খুব উঁচু
- খুব নিচু
- নিচু ও আর্দ্র
- উঁচু ও আদ্র
3860. প্রাচীনকালে বাংলার ছোট ছোট অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেওয়া হয়?
- বঙ্গ
- বাঙ্গালা
- জনপদ
- প্রদেশ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 386"