এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-15 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-15 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 368
SSC-বাংলাদেশের ইতিহাস কুইজ | 3671. স্ফিংস ফারাওদের কিসের প্রতীক ছিল?
- আভিজাত্য
- শক্তি
- মর্যাদা
- দক্ষতা
3672. মহনবি (স) বৃক্ষরোপণকে সাদকায়ের জারিয়া বলেছেন। কারণ এতে-
- মানুষ সার্বিকভাবে উপকৃত হয়
- সৃষ্টজীব উপকৃত হয়
- পরিবেশ ভারসাম্যপূর্ণ হয়
A,B
3673. গ্রিসে সভ্য জীবন পদ্ধতি গড়ে উঠে কীভাবে?
- ডোরীয়দের মিশ্রনের ফলে
- শিক্ষার ফলে
- অর্থনৈতিক উন্নয়নের ফলে
- আর্যদের ফলে
3674. আদিম যুগের মানুষ কীভাবে পমু শিকার করত?
- কাঠের অস্ত্র দিয়ে
- বাঁশের অস্ত্র দিয়ে
- বালামের অস্ত্র দিয়ে
- পাথরের অস্ত্র দিয়ে
3675. কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়?
- ভিক্টোরিয়া
- রে
- মেনেস
- ত গান রে
3676. মিশরের প্রথম রাজা কে ছিলেন?
- ফারাও
- কারাবী
- ফাতেহ
- কারমান
3677. অগাস্টাস সিজারের সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি?
- যীশুখ্রিস্টের মৃত্যু
- যীশুখ্রিস্টের জন্ম
- পিউনিক যুদ্ধ
- রোমে গণতন্ত্রের সূচনা
3678. সিন্ধু সভ্যতার লোকেরা তামা ও টিনের মিশ্রণে কী তৈরি করত?
- কাঁসা
- পিতল
- ব্রোঞ্জ
- অ্যালোমিনিয়াম
3679. স্পার্টানদের জীবন কাদের রক্ষার জন্যই নিয়োজিত ছিল?
- গ্রিকদের
- মিশরীয়দের
- স্পার্টাদের
- চৈনিকদের
3680. এথেন্সে সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত সংসদকে কী বলা হতো?
- এরিডপেগাস
- সলোন
- একলেসিয়া
- রাজতন্ত্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC-বাংলাদেশের ইতিহাস কুইজ- 368"