এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-9-বৃষ্টি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1028
এসএসসি বাংলা | 10271. আজি ঝর ঝর মুখর বাদল দিনে – চরণটির সাথে বৃষ্টি কবিতার সাদৃশ্যপূর্ণ পঙক্তি হলো –
- বৃষ্টি এলো ……. বহু প্রতীক্ষিত বৃষ্টি!
- বৃষ্টি এলো পুবের হাওয়ায়
- বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
A,B,C
10272. রুক্ষ মাঠ ও অাসমান কীসের সুর শোনে?
- মেঘের
- বর্ষণের
- বিদ্যুৎ চমকানোর
- চাতকের
10273. “ফররুখ আহমদ ১৯১৮ খ্রিস্টাব্দের ১০ই জুন জন্মগ্রহণ করেন।” – এখানে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোনটি সমর্থনযোগ্য?
- আঠারো শতকে
- উনিশ শতকে
- বিশ শতকে
- একুশ শতকে
10274. বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ হয়ে ওঠে –
- বিরক্ত
- বিবাগী
- রসসিক্ত
- পুলকিত
10275. বৃষ্টির দিনে মানুষ –
- রসসিক্ত হয়ে ওঠে
- ভালোলাগার আল্পনা আঁকে আপন মনে
- বিরহী হয়ে ওঠে
A,B,C
10276. বৃষ্টি বহু প্রতীক্ষিত কেন?
- কবি মনেপ্রাণে চাইছিলেন বলে
- বিস্মৃত দিনের কথা মনে পড়ে বলে
- গ্রীষ্মের রুদ্রতাকে দূর করে বলে
- আউশ ধান কাটার প্রয়োজনে
10277. বৃষ্টি কবিতায় মানব মনের কোন অবস্থার কথা বলা হয়েছে?
- আনন্দিত
- বিস্মিত
- তৃষাতপ্ত
- শিহরিত
10278. রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ-ওঠা হাতের মতন – কী?
- অরণ্য
- নদীর ফাটল
- আবাদি গ্রাম
- রুক্ষ মাঠ
10279. ফররুখ আহমদের পিতার নাম কী?
- সৈয়দ হাসান আলী
- সৈয়দ হোসেন আলী
- সৈয়দ হাসেন আলী
- সৈয়দ হাতেম আলী
10280. বৃষ্টি কবিতায় বহু প্রতীক্ষার পর কী এসেছে?
- জোয়ার
- জলোচ্ছ্বাস
- বৃষ্টি
- ঝড়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা - বৃষ্টি - মডেল টেস্ট - 1028"