এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-12-আমার-পরিচয় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 856
এসএসসি বাংলা | 8551. আমার পরিচয় কবিতায় বীজমন্ত্র বলতে কী বোঝানো হয়েছে?
- মন্ত্রের বীজ
- মূল প্রেরণা
- বজ্রকন্ঠ
- চর্যাপদ
8552. সৈয়দ শামসুল হকের পড়ালেখার সাথে সম্পর্কযুক্ত শিক্ষালয় –
- ঢাকা কলেজিয়েট স্কুল
- জগন্নাথ কলেজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়
A,B,C
8553. কবি কীরূপ মাটির দেউল থেকে এসেছেন?
- কমলার দীঘি
- আউল-বাউল
- মন্দির-বেদী
- সোনা মসজিদ
8554. সৈয়দ শামসুল হক কত তারিখে জন্মগ্রহণ করেন?
- ২৭ ডিসেম্বর
- ২৮ ডিসেম্বর
- ২৯ ডিসেম্বর
- ৩০ ডিসেম্বর
8555. কবি পেছনে কী ফেলে এসেছেন?
- বীজমন্ত্র
- প্রাণের কথা
- বিভেদের রেখা
- চরণচিহ্ন
8556. কবি লাল রাজপথ বলতে যেটি বোঝাতে চেয়েছেন, তা হলো –
- ভাষার দাবিতে আন্দোলনরত বাঙালির বুকের রক্তে রাজপথ লাল হলো
- পৃথিবীতে একমাত্র বাঙালি জাতিই মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে
- বাংলার বেশির ভাগ রাজপথেই লাল লাল দাগ রয়েছে
A,B
8557. মাস্টার দা সূর্য সেন আজীবন কী করেছেন?
- ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ
- ধর্ম সাধনা
- সন্ন্যাসী জীবনযাপন
- ব্রিটিশদের তাবেদারি
8558. ক্ষুদিরাম ও সূর্যসেনের মাঝে সাদৃশ্যের দিক হলো –
- সশস্ত্র বিদ্রোহী
- ফাঁসিতে মৃত্যুদন্ড প্রাপ্ত
- প্রকৃত দেশপ্রেমী
A,B,C
8559. শ্রী ধর্মপালদেব ছিলেন –
- প্রথম পাল রাজা
- দ্বিতীয় পাল রাজা
- তৃতীয় পাল রাজা
- চতুর্থ পাল রাজা
8560. ক্ষুদিরামের ফাঁসির আদেশ কার্যকর করা হয় কত সালে?
- 1908
- 1910
- 1912
- 1914
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা আমার পরিচয় মডেল টেস্ট 856"