এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1229
12281. কোনো বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?
- কর্মবাচ্য
- কর্তৃবাচ্য
- ভাববাচ্য
- কর্তৃকর্মবাচ্য
12282. সুতি কাপড় অনেক দিন টিকে – এ বাক্যটি কিসের উদাহরণ?
- ভাববাচ্য
- কর্মকর্তৃবাচ্য
- কর্মবাচ্য
- কোনোটিই নয়
12283. হালাকু খাঁ বাগদাদ নগরী ধ্বংস করেন। – এটা কোন বাচ্যের উদাহরণ?
- কর্মবাচ্য
- কর্তৃবাচ্য
- ভাববাচ্য
- কর্মকর্তৃবাচ্য
12284. এবার ট্রেনে ওঠা যাক বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
- কর্তৃবাচ্যের
- ভাববাচ্যের
- কর্মকর্তৃবাচ্যের
- কর্মবাচ্যের
12285. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?
- উক্তি
- বাচ্য
- ভাষান্তর
- বিভক্তি
12286. কোথায় থাকা হয় – বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
- কর্তৃবাচ্য
- কর্মবাচ্য
- ভাববাচ্য
- কর্মকর্তৃবাচ্য
12287. কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
- প্রথমা বা শূন্য
- দ্বিতীয়া
- তৃতীয়া
- চতুর্থী
12288. বিদ্বানকে সকলেই সম্মান করে – বাক্যটির কর্মবাচ্যে কী হবে?
- সকল কর্তৃক বিদ্বান সম্মান হন
- বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন
- সকলের দ্বারা বিদ্বান সম্মানপ্রাপ্ত হন
- বিদ্বান সকলের দ্বারা সম্মান হন
12289. সাইকেলটি দ্রুত যাচ্ছে – এটি কোন বাচ্য?
- কর্তৃবাচ্য
- কর্মবাচ্য
- ভাববাচ্য
- কর্মকর্তৃবাচ্য
12290. তোমাকেই ঢাকা যেতে হবে – এটি কোন বাচ্যের উদাহরণ?
- কর্মকর্তৃবাচ্য
- ভাববাচ্য
- কর্মবাচ্য
- কর্তৃবাচ্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1229"