এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1218
12171. একগুঁয়ে কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?
- রাঘব বোয়াল
- গোঁয়ার গোবিন্দ
- উড়নচন্ডী
- নেই আঁকড়া
12172. আপন অর্থ নিজ কিন্তু আপণ অর্থ কী?
- অন্য
- অলঙ্কার
- বেনামী
- দোকান
12173. শিরে সংক্রান্তি কথাটির অর্থ কী?
- মাথায় বিপদ
- আসন্ন বিপদ
- মাথার বোঝা
- মহাবিপদ
12174. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?
- বাচ্যার্থ
- লক্ষার্থ
- মৌলিক অর্থ
- বাগধারা
12175. মেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে – এখানে তত্ত্ব শব্দটির আভিধানিক অর্থ কোনটি?
- উপঢৌকন
- সংবাদ
- সন্দেশ
- জ্ঞান
12176. রাবণের চিতা বাগধারার অর্থ কী?
- ভীষণ চক্রান্ত
- ভীষণ শত্রুতা
- চির অশান্তি
- ছোটখাট ঝগড়া
12177. কান পাতলা বাগধারাটির অর্থ কী?
- বিশ্বাসপ্রবণ
- রাতকানা
- বধির
- কৃপণ
12178. কোন বাগধারাটির অর্থ ভিন্ন প্রকৃতির?
- ভুশন্ডির কাক
- ভিজে বিড়াল
- বকধার্মিক
- বর্ণচোরা আম
12179. আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি?
- প্রসারণ
- বহিরঙ্গ
- উত্তমর্ণ
- অপযশ
12180. অহি-নকুল শব্দের অর্থ কী?
- ভীষণ শত্রুতা
- সামান্য লোক
- উঠে পড়ে লাগা
- ভীষণ চক্রান্ত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1218"