এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1171
11701. কোন বাক্যে মিশ্র ক্রিয়ার প্রয়োগ আছে?
- সাপুড়ে সাপ খেলায়
- টিপ টিপ বৃষ্টি পড়ছে
- অজগরটি ফোঁসাচ্ছে
- ঘটনাটা শুনে রাখ
11702. কোনটি বিভক্তিযুক্ত ক্রিয়ার দ্বিত্ব প্রয়োগের উদাহরণ?
- বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
- এখন আমি যেতে চাই
- লোকটাকে দৌড়াতে দেখলাম
- কাটিতে কাটিতে ধান এল বরষা
11703. তিনি চমৎকার বলতে পারেন – বাক্যের ক্রিয়াটি –
- মিশ্র ক্রিয়া
- যৌগিক ক্রিয়া
- অনুক্ত ক্রিয়া
- নামধাতুজ ক্রিয়া
11704. ভালো করে পড়লে সফল হবে – এ বাক্যে কী বুঝাতে ক্রিয়ার সাপেক্ষ ভাবের ব্যবহার হয়েছে?
- উদ্দেশ্য
- সম্ভাবনা
- ইচ্ছা
- কামনা
11705. কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ পেয়েছে?
- আপনি কি আসবেন
- মিথ্যা বলবে না
- শিক্ষককে মান্য করবে
- মানুষ হও
11706. সাপেক্ষতা অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?
- আজ গেলেও যা
- কাল গেলেও তাতিনি গেলে কাজ হবে
- চারটা বাজলে স্কুল ছুটি হবে
- বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
11707. এমন সুখের মরণ কে মরতে পারে – এখানে মরণ কোন কর্ম?
- দ্বিকর্ম
- অকর্ম
- প্রযোজক কর্ম
- সমধাতুজ কর্ম
11708. সাপেক্ষ ভাবের উদাহরণ কোনটি?
- ভালো করে পড়লে সফল হবে
- ছাতাটা দিন তো ভাই
- বৃষ্টি আসে আসুক
- স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো
11709. আমি আহার করিলাম। এখানে সমাপিকা ক্রিয়ার পূর্বে কোন পদ যুক্ত হয়ে একত্রে মিশ্র ক্রিয়া গঠন করেছে?
- বিশেষ্য
- বিশেষণ
- ধ্বন্যাত্মক অব্যয়
- নাম পদ
11710. আমি এ সংবাদে দুঃখিত হলাম – এখানে দুঃখিত হলাম কোন ক্রিয়ার উদাহরণ?
- মিশ্র ক্রিয়া
- প্রযোজক ক্রিয়া
- মৌলিক ক্রিয়া
- যৌগিক ক্রিয়া
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1171"