এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1146
11451. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- মু + ক্ত
- মুক্ + ত
- মুহ্ + ক্ত
- মুচ্ + ক্ত
11452. শানচ্ প্রত্যয়ের ‘আন’ বিকল্পে কী হয়?
- আনো
- আনা
- কান
- মান
11453. ‘চালুনি’ – কোন প্রত্যয়জাত শব্দ?
- কৃৎ প্রত্যয়
- তদ্ধিত প্রত্যয়
- সংস্কৃত কৃৎ প্রত্যয়
- সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
11454. কোনটিতে বৃত্তি অর্থে ই/ঈ প্রত্যয় হয়েছে?
11455. বৃহদার্থে আ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
- ডিঙা
- বাঘা
- হাতা
- জলা
11456. ওয়ান > আন কোন ভাষার প্রত্যয়?
- হিন্দি
- ফারসি
- আরবি
- ইংরেজী
11457. চোর শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পায়?
- শ্রদ্ধা
- অবজ্ঞা
- সাদৃশ্য
- সামীপ্য
11458. অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
- মিঠাই
- লোনা
- লেজুড়
- সাপুড়ে
11459. ইনী স্ত্রী প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
- বাঘিনী
- চাকরানী
- ভাগনী
- জেলেনী
11460. ষ্ণেয় প্রত্যয় যোগে সাধিত শব্দ কোনটি?
- আগ্নেয়
- হৈমন্তিক
- পার্বত্য
- মনুষ্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3- এসএসসি-বাংলা-2-3"