এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1112
11111. টা, টি, খানা, খানি – পদাশ্রিত নির্দেশকের কোন বচনে ব্যবহৃত হয়?
- বহুবাচক সর্বনামে
- ‘মনুষ্য’ শব্দের একবচনে
- একবচনে
- বহুবচনে
11112. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনগুলো?
- কেতা পাটি
- গোটা টা
- খানা টুকু
- গুলো গুলি
11113. পদাশ্রিত নির্দেশক কীসের নির্দিষ্টতা জ্ঞাপন করে?
- বচনের
- ব্যক্তি বা বস্তুর
- সংখ্যার
- পদের
11114. ‘এক যে ছিল রাজা’ – এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- অনির্দিষ্টতা
- নির্দিষ্টতা
- নিরর্থকভাবে
- বাহুল্য অর্থে
11115. দুধটুকু খেয়ে নাও। এখানে ‘টুকু’ ব্যাকরণের কোন নিয়মে ব্যবহৃত হয়েছে?
- বচন
- প্রত্যয়
- পদাশ্রিত নির্দেশক
- সন্ধি
11116. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?
- ক্রিয়া
- বাক্য
- বচন
- অর্থ
11117. ‘একখানা বই কিনে নিও’ – এখানে ‘একখানা’ কোন অর্থ প্রকাশ করেছে?
- নির্দিষ্ট
- সুনির্দিষ্ট
- অনির্দিষ্ট
- অস্পষ্ট
11118. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
- শেষে
- প্রথমে
- মাঝে
- আদি ও অন্তে
11119. “পোয়াটাক দুধ দাও” – এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?
- নির্দিষ্টতা
- অনির্দিষ্টতা
- সুনির্দিষ্টতা
- অতিনির্দিষ্টতা
11120. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায় –
- A-কে
- An-কে
- The-কেA
- An ও The-কে”;}}
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1112"