এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1058
10571. কোনটি কম্পনজাত ধ্বনি?
- র
- ড়
- গ
- ণ
10572. ভাষার মূল উপাদান কী?
- অক্ষর
- ধ্বনি
- বর্ণ
- শব্দ
10573. বাংলা ভাষায় সান্ধ্যক্ষর কয়টি?
- ৫০টি
- ২৫টি
- ৩৯টি
- ২টি
10574. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়?
- বিবৃত হয়
- প্রকৃত হয়
- সংবৃত হয়
- অপ্রকৃত হয়
10575. ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
- মহাপ্রাণ বর্ণ
- স্পর্শ বর্ণ
- ওষ্ঠ্য বর্ণ
- ঘোষ বর্ণ
10576. পরবর্তী স্বল্প সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
- বিবৃত
- স্বাভাবিক
- অবিবৃত
- সংবৃত
10577. কোন শব্দের আদি ‘এ’ স্বরধ্বনি সংবৃত?
- দেখ
- এক
- কেষ্ট
- চেংড়া
10578. ‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?
- স্বরধ্বনি
- ব্যঞ্জনধ্বনি
- ‘অ’ ধ্বনি
- ‘আ’ ধ্বনি
10579. বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে –
- 328
- 10
- 327
- 1130
10580. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
- ষ্ + ণ
- ষ + ন
- য্ + ঙ
- য্ + ঞ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1058"