এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1079
10781. কোনটি বাংলা ব্যঞ্জনসন্ধির উদাহরণ?
- তিনেক
- কতেক
- শতেক
- নিন্দুক
10782. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- শীত + ঋত
- শীত + আর্ত
- শিত + ঋত
- শিত + অর্ত
10783. ‘তদবধি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- তত + বধি
- তৎ + বধি
- তদ + অবধি
- তৎ + অবধি
10784. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
- আয়াসের লাঘব হলে
- ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
- শ্রুতিমধুর হলে
- স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
10785. ‘দুর্যোগ’ – এর সন্ধিবিচ্ছেদ কী?
- দুহঃ + যোগ
- দুঃ + যোগ
- দুর + যোগ
- দুহ + যোগ
10786. তৎসম সন্ধি কয় প্রকার?
- তিন
- দুই
- চার
- পাঁচ
10787. ‘সংবাদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
- সম্ + বাদ
- সঃ + বাদ
- সং + বাদ
- সৎ + বাদ
10788. উৎ + ছেদ =
- উচ্ছেদ
- উৎছেদ
- উছ্যেদ
- উৎছাদ
10789. সন্ধির প্রধান উদ্দেশ্য –
- স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
- উচ্চারণের দ্রুততা
- আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
- স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন
10790. ‘জনৈক’ – শব্দটির সন্ধিবিচ্ছেদ –
- জন + ঐক
- জন + নৈক
- জন + এক
- জন + ঔক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1079"