এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1045
10441. বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন?
- প্রাচীন যুগে
- মধ্যযুগে
- আধুনিক যুগে
- ইংরেজদের আগমনের পর
10442. ‘সচিব’ কোন ধরনের শব্দ?
- পারিভাষিক
- মিশ্র
- তদ্ভব
- তৎসম
10443. ‘বালতি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ফরাসি
- পর্তুগিজ
- গুজরাটি
- ওলন্দাজ
10444. সংস্কৃত ‘চর্মকার’ শব্দটির তদ্ভব ‘চামার’ এর প্রাকৃত রূপ কোনটি?
- চম্মকার
- চম্মকর
- চম্মআর
- চম্মার
10445. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?
- তৎসম শব্দ
- তদ্ভব শব্দ
- অর্ধতৎসম শব্দ
- দেশি শব্দ
10446. চলিত রীতির শব্দ কোনটি?
- তুলা
- শুকনা
- তুলো
- পড়িল
10447. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়?
- কথ্য রীতি
- লেখ্য রীতি
- সাধুরীতি
- চলিত রীতি
10448. কোনটি প্রশাসনিক শব্দ?
- নালিশ
- নমুনা
- কলেজ
- রপ্তানি
10449. Oxygen’ – এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি?
- উদযান
- সহযান
- অম্লজান
- অক্সিজেন
10450. ‘হাত’ শব্দটি কোন শ্রেণির?
- দেশি
- তৎসম
- তদ্ভব
- বিদেশি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-1- এসএসসি-বাংলা-2-1"