এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1195
এসএসসি বাংলা | 11941. ব্যাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কী বলে?
- সন্ধি
- সমাস
- কারক
- বিভক্তি
11942. অপাদান কারকে সপ্তমী বিভক্তির ব্যবহার কোনটি?
- সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ
- পাখিতে বাসা বেঁধেছে
- এই মেঘে বৃষ্টি হবে
- নদীতে অনেক ঢেউ
11943. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
- পরীক্ষায় নকল করা ভালো নয়
- ফুল তুলতে এলেম বনে
- পাখিকে ঢিল মারলে কেন
- রাত শেষ হয়ে এল
11944. রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত – কোন প্রকারের কর্তার উদাহরণ?
- ভাববাচ্যের কর্তা
- ব্যতিহার কর্তা
- কর্মবাচ্যের কর্তা
- কর্মকর্তৃবাচ্যের কর্তা
11945. কোন বাক্যটিতে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে?
- বাবাকে ভয় পাই
- ভিক্ষুককে ভিক্ষা দাও
- তাকে ডেকে আনোবেলা যে পড়ে এল
- জলকে চল”;}}
11946. নৌকা ঘাটে বাঁধা – ঘাটে কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে ২য়া
- করণে ৭মী
- অধিকরণে ৭মী
- অপাদানে ৫মী
11947. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্যে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কী বলে?
- সমাস
- কারক
- বিভক্তি
- সম্বন্ধ পদ
11948. কোনটিতে উপাদান সম্বন্ধ বিদ্যমান?
- লোহার শরীর
- বাটির দুধ
- রূপার থালা
- গাছের ফল
11949. ট্রেন ঢাকা ছাড়লো – এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তি?
- অধিকরণে
- করণে
- কর্মে
- অপাদানে
11950. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে বলে –
- মুখ্য কর্ম
- গৌণ কর্ম
- সমধাতুজ কর্ম
- উদ্দেশ্য কর্ম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা কুইজ মডেল টেস্ট 1195"