এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-9-বৃষ্টি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1033
10321. কদম আলীর ক্লান্ত চোখের আঁধার বলতে কী বোঝানো হয়েছে?
- ঘুম ঘুম চোখ
- বার্ধক্যের চোখ
- ঘুমহীন চোখ
- বিশ্রামহীন চোখ
10322. নদীর দু-ধারে প্লাবন দেখা দেয় কেন?
- পুবের হাওয়ায়
- বর্ষার বর্ষণে
- কাজল ছায়ায়
- বর্ষণের সুরে
10323. দিকদিগন্তের পথে অপরূপ আভা – কিসের আভার কথা বলা হয়েছে?
- চাঁদের
- সূর্যের
- মেঘের
- বিদ্যুতের
10324. বৃষ্টি কবিতায় পঙক্তি সংখ্যা কত?
- 12
- 14
- 16
- 18
10325. নদীর ফাটলে বন্যা আনে –
- ফসলের প্রাচুর্য
- প্রাণের প্রাচুর্য
- প্রাণের জোয়ার
B,C
10326. নদীর ফাটলে বন্যা কী আনে?
- প্লাবন
- জলোচ্ছ্বাস
- জীবন ও ফসলের ক্ষতি
- পূর্ণ প্রাণের জোয়ার
10327. কোন সময়ের মেঘ বিষন্নমেদুর?
- বর্ষার
- শরতের
- হেমন্তের
- কালবৈশাখীর
10328. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত বলতে কবি কী বুঝিয়েছেন?
- রোদে পুষ্ট ধানক্ষেত
- রোদে স্বর্ণালিবরণ ধানক্ষেত
- রোদে পাকানো ধানক্ষেত
- রোদে ঝলসিত ধানক্ষেত
10329. বিষন্ন মেদুর শব্দটি দ্বারা বৃষ্টি কবিতায় কী বোঝানো হয়েছে?
- হতাশা
- অবসাদ
- স্নিগ্ধ কোমল
- তৃষাতপ্ত মন
10330. বৃষ্টি কবিতায় বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে সওয়ার হয়েছে বলা হয় কেন?
- মেঘেদের সাজপোশাক পরেছে বলে
- মেঘেদের আড়ালে ঢাকা পড়ছে বলে
- মেঘে মেঘে ঘুরে বেড়াচ্ছে বলে
- মেঘে মেঘে প্রাণের জোয়ার আনছে বলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-9-বৃষ্টি - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1033"