বাংলা পদ্য বৃষ্টি | এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-9-বৃষ্টি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1031
10301. প্রকৃতিতে বর্ষা কী নিয়ে আসে?
- আশা
- আনন্দ
- প্রশান্তি
- প্রাণস্পন্দন
10302.ফররুখ আহমদের সৃষ্টিকর্মে কোন এটি ফুটে উঠেছে?
- নাগরিক জীবনবোধ ও ব্যঞ্জনা
- নিসর্গপ্রীতি ও মানবিকতা
- ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদ
- ইসলামি আদর্শ ও ঐতিহ্য
10303. নিচের কোন কাব্যগ্রন্থগুলো কবি ফররুখ আহমদের?
- অগ্নিবীণা বিষের বাঁশি চক্রবাক
- রাখালী বালুচর বোবা কাহিনী
- নৌফেল ও হাতেম
10304. বর্ষার প্রাণ কী?
- বৃক্ষ
- নদী
- প্রকৃতি
- বৃষ্টি
10305. অরণ্য শব্দ বলতে কী বোঝ?
- ক্ষেত
- গাছ
- সৌন্দর্য
- বন
10306. নদীর ফাটলে জোয়ার আনে কোনটি?
- বন্যা
- ঝড়
- মেঘ
- মাটি
10307. বহু প্রতীক্ষিত বৃষ্টি! কারণ বৃষ্টি –
- প্রাণের স্পন্দন নিয়ে আসে
- বর্ষার আগমনী বার্তা নিয়ে আসে
- প্রকৃতির রুক্ষতা দূর করে দেয়
A,B,C
10308. ফররুখ আহমদ ঢাকা বেতারে কোন পদে নিয়োজিত ছিলেন?
- স্টাফ রাইটার
- চিফ এডিটর
- সংবাদ পাঠক
- নিউজ এডিটর
10309. বৃষ্টি কবিতায় বর্ণিত নিঃসঙ্গ নিজন হলো –
- বিস্মৃত দিন
- অতীত দিন
- হারানো দিন
A,B,C
10310. কে সওয়ার হয়ে ঘুরে বেড়ায়?
- রূপসী পরি
- বিদ্যুৎ
- কালো মেঘ
- বারিধারা
বাংলা পদ্য বৃষ্টি | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা পদ্য বৃষ্টি"