এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-6-মানুষ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1005
10041. মন্দিরে পুরোহিতের উদ্দেশ্যে ভুখারি প্রথম কী কথা বলেছিল?
- নমস্কার
- জয়গুরু
- কেমন আছেন
- দুয়ার খোলো
10042. মানুষ কবিতার পথিকের বস্ত্র কীরূপ ছিল?
- ছেঁড়া
- জীর্ণ
- শীর্ণ
- নতুন
10043. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ –
- ২৫ মার্চ
- ২৫ এপ্রিল
- ২৫ মে
- ২৫ জুন
10044. রাজা-টাজা শব্দটি হলো –
- সমার্থক শব্দদৈত
- বিপরীতার্থক যুগ্মশব্দ
- পুনরাবৃত্তি শব্দদ্বৈত
- ধ্বন্যাত্মক শব্দদ্বৈত
10045. বাংলা সাহিত্যে কাজী নজরুলের আবির্ভাবের মাধ্যমে উন্মোচিত হয় –
- এক নতুন বৈচিত্র্যের
- এক নতুন জীবনের
- এক নতুন সমাজের
- এক নতুন দিগন্তের
10046. মোল্লা ভুখারির কোন ধর্মাচার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন?
- খৎনা
- রোজা
- নামাজ
- যাকাত
10047. উপাসনালয়ের মূলত ব্যবহৃত হচ্ছে –
- স্বার্থোদ্ধারে
- ব্যক্তিস্বার্থ চরিতার্থের জন্য
- স্রষ্টার সাধনায়
A,B
10048. ঐ মন্দির পূজারির, হায় দেবতা, তোমার নয়। এ বক্তব্যে ভুখারির কোন মনোভাব প্রকাশ পায়?
- প্রতিবাদী
- অসহায়ত্ব
- ফরিয়াদ
- ক্ষোভ
10049. ক্ষুধার ঠাকুর শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
- যিনি মানুষকে অন্ন দান করেন
- ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে
- বেশি ক্ষুধা পায় যে দেবতার
- ঠাকুরকে ভোগ দেওয়া হয় নি
10050. প্রলয়শিখা কার লেখা?
- সুকান্ত ভট্টাচার্য
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-6-মানুষ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1005"