এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-5-ঝর্ণার-গান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 986
9851. ঝর্ণার গান কবিতায় ঝর্ণার স্বরূপ ধরা হয়েছে –
- গতিতে
- সৌন্দর্যে
- প্রকৃতিতে
A,B,C
9852. গিরিবনে কীসের উৎসব?
- গানের
- নাচের
- কবিতার
- পাখির
9853. সত্যেন্দ্রনাথ দত্ত কীসে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন?
- ছন্দ নির্মাণে
- কাব্য নির্মাণে
- নাটক রচনায়
- উপন্যাস রচনায়
9854. বেলা শেষের গান সত্যেন্দ্রনাথ দত্তের কোন ধরনের রচনা?
- মৌলিক কাব্য
- গানের গ্রন্থ
- গল্পগ্রন্থ
- অনূদিত গ্রন্থ
9855. ঝর্ণার গান কবিতাটি কে রচনা করেছেন?
- সত্যেন্দ্রনাথ দত্ত
- সুকুমার রায়
- উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
- অক্ষয়কুমার দত্ত
9856. ঝর্ণা উপল ঘায়ে কী দেয়?
- পুলক
- তাল
- ঝিলিক
- সুর
9857. সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
- তেঁতুলিয়া
- নিমতা
- চুরুলিয়া
- মালদহ
9858. পাতকুয়া হলো –
- বড় কুয়া
- ছোট কুয়া
- মাঝারি কুয়া
- গভীর কুয়া
9859. গিরির হিম ললাট ঘামল কেন?
- ঝর্ণার গতিশীলতায়
- ঝর্ণার উদ্ভবে
- নাটের উৎসবে
- ভয় পাওয়ায়
9860. অক্ষয়কুমার দত্ত ছিলেন –
- সত্যেন্দ্রনাথ দত্তের পিতা
- সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ
- তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-5-ঝর্ণার-গান"