এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-4-প্রাণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 971
9701. প্রাণ কবিতায় কবি মানুষের কাছে আদৃত হতে চেয়েছেন তাঁর –
- সৃষ্টির মাধ্যমে
- ভালোবাসার মাধ্যমে
- আচরণের মাধ্যমে
- স্থাপত্যের মাধ্যমে
9702. বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ার ম্যারাডোনা সাধারণ একজন মজুরের ছেলে। কবি ভার্জিলের পিতা ছিলেন ক্ষৌরকার। অথচ তাঁরা সবাই নিজ কর্মের দ্বারা পৃথিবীতে অমর হয়ে আছেন।কর্মের গুণে মানুষ অমর হতে পারে|পিতা গরিব হলে বিখ্যাত হওয়া যায়|কষ্টের বিনিময়ে অমরত্ব লাভ করা যায়
- 1
- 2
- 32
- 3″;}}
9703. প্রাণ কবিতায় কবির সংগীত রচনার উদ্দেশ্য হলো –
- মানুষের মনে আনন্দ দান করা
- মানুষের মনে স্থান পাওয়া
- মানুষের মনকে পুলকিত করা
- মানুষের মনকে সমৃদ্ধ করা
9704. প্রাণ কবিতাটি মূলত –
- অভিলাষমূলক
- আহবানমূলক
- প্রশস্তিমূলক
- উদ্দীপনামূলক
9705. মানুষের মৃত্যুর পর কী বেঁচে থাকে?
- দেহ
- চোখ
- কর্ম
- ভালোবাসা
9706. মানবের সুখ দুঃখ নিয়ে কবি রচনা করতে চান –
- কবিতা
- সংগীত
- উপন্যাস
- নাটক
9707. রবীন্দ্রনাথ ঠাকুরের পনোরো বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
- চিত্রা
- মানসী
- গীতাঞ্জলি
- বনফুল
9708. প্রাণ কবিতায় কবি তাঁর ফোটানো ফুলগুলো কখন ফেলে দিতে বলেছেন?
- শুকিয়ে গেলে
- সাঁঝের বেলায়
- ঘোর নিশিতে
- ঊষা লগ্নে
9709. কীভাবে জগতে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব?
- কবি হয়ে
- শুভকর্ম করে
- ধনী হয়ে
- গান গেয়ে
9710. তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই পঙক্তিতে প্রকাশ পেয়েছে –
- মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা
- খ্যাতি লাভের তীব্র কামনা
- মানুষের প্রতি ভালোবাসা
- পৃথিবীর প্রতি ভালোবাসা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-4-প্রাণ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 971"