এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-4-প্রাণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 970
9691. এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার আসে কোন বিষয়ে?
- পদার্থবিজ্ঞানে
- রসায়নবিজ্ঞানে
- অর্থনীতিতে
- সাহিত্যে
9692. প্রাণ কবিতায় ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত বলতে কী বোঝ?
- প্রতিনিয়ত মানুষ পৃথিবীতে জন্ম নিচ্ছে
- প্রিয় খেলাধুলা পৃথিবীতে বিদ্যমানজীবজন্তু
- পশুপাখি সবকিছুই বোঝানো হয়েছেপ্রকৃতির অপার লীলা রহস্য
9693. জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে? – এই দার্শনিক সত্যকে অকিক্রমণের চেষ্টা আছে যে চরণে –
- মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
- তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই
- জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই
A,B,C
9694. জগতে সৎ ও শুভ কর্ম করলে কী পাওয়া যায়?
- অমরত্ব
- রাজত্ব
- মণিমুক্তা
- মূল্যবান অলংকার
9695. তা যদি না পরি- উক্তিটিতে প্রকাশ পেয়েছে –
- অবিশ্বাস
- হতাশা
- সংশয়
- প্রত্যয়
9696. প্রাণ কবিতায় উল্লিখিত ধরায় কিসের খেলা চির তরঙ্গিত?
- প্রাণের
- মানুষের
- প্রকৃতির
- সৃষ্টির
9697. প্রাণ কবিতায় কবি জীবন্ত হৃদয় মাঝে স্থান পেতে চেয়েছেন কেন?
- বাঁচার মোহে
- শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য
- স্মরণীয় হওয়ার জন্য
- মানুষকে ভালোবাসার কারণে
9698. “আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে” – এর সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
- মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
- নব নব সংগীতের কুসুম ফুটাই
- ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত
- তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই
9699. আমাদের এই জগৎ কেমন?
- জ্বালা ও যন্ত্রণাময়
- সুন্দর ও আকর্ষণীয়
- দুঃখ ও হতাশার
- বিষাদ ও অশান্তির
9700. মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে – এখানে আমি কে?
- জগতের মানুষ
- কবি স্বয়ং
- কাল্পনিক চরিত্র
- স্বতন্ত্র প্রকৃতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-4-প্রাণ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 970"