এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-17-অভাগীর-স্বর্গ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 914
9131. নিস্তব্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- নিশ্চল
- কোলাহল
- বাচাল
- সবাক
9132. বাংলা কথাসাহিত্যে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী কে?
- প্রমথ চৌধুরী
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- মানিক বন্দ্যোপাধ্যায়
9133. প্রবল হরিধ্বনিতে প্রভাত-আকাশ আলোড়িত করে সমস্ত গ্রাম কোথায় চলেছিল?
- পূজায়
- শ্মশানে
- মেলায়
- গঙ্গাস্নানে
9134. অভাগীর স্বর্গ গল্পে দারোয়ান কাঙালীকে মারল না কেন?
- অশৌচের ভয়ে
- মায়া হয়েছিল বলে
- মা মারা গিয়েছিল তাই
- রসিক দুলের ছেলে বলে
9135. সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়। এ কথায় প্রকাশিত হয়েছে –
- বিরক্তি
- বিদ্রূপ
- ক্রোধ
- ঘৃণা
9136. দুলেদের পেশা কী?
- কাপড় তৈরি করা
- পালকি বহন করা
- নৌকা চালনা করা
- ঘর তৈরি করা
9137. অভাগীর স্বর্গ গল্পটির রচয়িতা কে?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- বিভূতিভূষণ চট্টোপাধ্যায়
- মানিক চট্টোপাধ্যায়
9138. মৃত্যুপথযাত্রী অভাগী তার অবশ বাহু শয্যার বাইরে বাড়িয়ে হাত পাতল কেন?
- স্বামীর পায়ের ধুলো নিতে
- পানির গ্লাস হাতে নিতে
- ঔষধ হাতে নেবার জন্যে
- স্বামীর হাত ধরার জন্য
9139. কাঙালির মা কোথায় উঠে অন্ত্যেষ্টিক্রিয়া আগ্রহভরে দেখতে লাগল?
- গাছে
- পাহাড়ে
- উঁচু ঢিপিতে
- চেয়ারে
9140. রসিক যখন উপস্থিত হলো তখন অভাগীর –
- বড় জ্ঞান নেই
- মুখে মরণের ছায়া পড়েছে
- চোখের দৃষ্টি বন্ধ হয়ে গেছে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-17-অভাগীর-স্বর্গ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 914"