এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-3-শিক্ষা-ও-মনুষ্যত্ব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 785
7841. বিত্ত হতে চিত্ত বড় – এ উক্তিটির সাথে সাদৃশ্য রয়েছে –
- অর্থচিন্তার নিগড়ে সবাই বন্দি
- অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়লোভে পাপ
- পাপে মৃত্যুসুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
7842. নিগড় শব্দের অর্থ কী?
- শিকল
- পিঞ্জিরা
- শৃঙ্খলা
- আঁধার
7843. শিক্ষা মানুষের কোন দিকটি জাগ্রত করে?
- উদার মনোভাব
- অন্তর্নিহিত শক্তি ও সচেতনতা
- ব্যক্তিসত্তা
- সচেতনতা ও মূল্যবোধ
7844. কীসের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা করা উচিত?
- মনুষ্যত্বের
- মানবসত্তার
- জীবসত্তার
A,B
7845. অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা –
- প্রশংসাযোগ্য
- অভিনন্দনযোগ্য
- প্রশংসাযোগ্য নয়
A,B
7846. শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়?
- মনুষ্যত্বলোকে
- জ্ঞানলোকে
- আনন্দলোকে
- দিব্যলোকে
7847. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
- মাহেনও
- শিখা
- অনির্বাণ
- সবুজপত্র
7848. মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ কোথায় পড়ে থাকবে?
- জীবসত্তার ঘরে
- যেখানে আছে সেখানেই
- ওপরের তলায়
A,B
7849. আমাদের সমাজে দেখা যায় – শিক্ষা অর্জন করেও আমরা এর সুফল পাচ্ছি না। এর প্রকৃত কারণ কী?
- আমরা বন্দি জীবনকে ভালোবাসি
- দীর্ঘদিন আমরা পরাধীন ছিলাম
- পরীক্ষায় পাস করতে না পারলে আমাদের ধিক্কার দেয়
- আমরা মনে করি – শিক্ষা অর্জনের উদ্দেশ্য অর্থ উপার্জন
7850. অর্থচিন্তার নিগড়ে সবাই বন্দি – এ উক্তিটি কোন রচনার?
- বই পড়া
- রচনার শিল্পগুণ
- জাগো গো ভগিনী
- শিক্ষা ও মনুষ্যত্ব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-3-শিক্ষা-ও-মনুষ্যত্ব - এসএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 785"