কম্পিউটার-ও-কম্পিউটার-ব্যবহারকারীর-নিরাপদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2148
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | 21471. কোনটি দ্বারা কম্পিউটার চালিত হয়?
- সফটওয়্যার
- ইন্টারনেট
- পাসওয়ার্ড
- ভাইরাস
21472. কোন দেশে গেম খেলার টাকা যোগাতে দম্পতি তাদের সন্তান বিক্রি করে দিয়েছিল?
- কোরিয়া
- যুক্তরাষ্ট্র
- ভারত
- চীন
21473. কম্পিউটারকে ঝুঁকির হাত থেকে রক্ষা করে কোন সফটওয়্যার?
- নোট প্যাড
- ব্রাউজিং সফটওয়্যার
- এন্টিভাইরাস
- ফটো ভিউয়ার
21474. সামাজিক নেটওয়র্কের পুরো কর্মপদ্ধতির মাঝেই যে এটি রয়েছে সেটি হচ্ছে-
- কতো বেশিবার ও বেশি সময় এক জনকে এ সাইটে আনা যায়
- ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি করা
- ব্যবহারকারীদের দিয়ে কোন কিছু যতবার করানো যায়
A,C
21475. কিবোর্ড কাজ না করার পিছনে কী কারণ থাকতে পারে?
- পোর্টে সমস্যা
- ভাইরাস
- ক ও খ উভয়ই
- কোনোটিই নয়
21476. কম্পিউটারে তারিখ এবং সময় ঠিক থাকে না কারণ-
- প্রসেসর সমস্যা
- হার্ডড্রাইভে সমস্যা
- বায়োসে সমস্যা
- CMOS ব্যাটারির কার্যক্ষমতা শেষ হয়ে গেছে
21477. IC এর পূর্ণরূপ কোনটি?
- Interrupt circuit
- 1nterconnected circuit
- 1ntegrated circuit
- 1nterrelated circuit
21478. যন্ত্র কাজ করা অবস্থায় হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে তা কিসের লক্ষণ?
- ভাইরাস আক্রমণ করা
- হ্যাং করা
- মাদারবোর্ড নষ্ট
- কীবোর্ড নষ্ট
21479. অনলাইন নিরাপত্তা ঝুঁকি দূর করতে কোনটি প্রয়োজন?
- ইন্টারনেট
- ওয়েব
- সতকর্তা
- প্রোগ্রাম
21480. এন্টিভাইরাস সফটওয়্যারের ক্ষেত্রে কোন ব্যাপারটি অবশ্যই মেনে চলতে হবে?
- Update করতে হবে
- download করতে হবে
- 1nstall করতে হবে
- uninstall করতে হবে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপদ - 2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2148"