জীবনীশক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 640
6391. এসএসসি জীববিজ্ঞান | সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে উৎপন্ন করে –
- ৬ অণু CO2
- ১২ অণু পানি
- ৩৮টি ATP
A,B,C
6392. ক্রেবস চক্র কত সালে আবিষ্কার হয়?
- ১৯৩৭ সালে
- ১৯৩৫ সালে
- ১৯৪০ সালে
- ১৯৩০ সালে
6393. সালোকসংশ্লেষণ ভালো হয় কোন আলোতে?
- লাল
- সবুজ
- নীল
A,C
6394. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
- উৎসেচক
- আলো
- পানি
- তাপমাত্রা
6395. রুটির ভিতরের ফাঁপার জন্য দায়ী কোনটি?
- N2
- CO2
- O2
- CH4
6396. সবাত শ্বসনের চতুর্থ ধাপ কোনটি?
- অ্যাসিটাইল-কো
- ক্রেবসচক্র
- ইলেকট্রন প্রবাহতন্ত্র
- গ্লাইকোলাইসিস
6397. জীবনীশক্তি কোনটি?
- NADPH
- ATP
- NA2DP
- PND
6398. গাছ দুটির সঠিক তথ্য হলো –
- দ্বিতীয় গাছটি পর্যাপ্ত অক্সিজেন পেলেও প্রথমটি পায়নি
- প্রথম গাছটির তুলনায় দ্বিতীয়টিতে সালোকসংশ্লেষণের হার বেশি ছিল
- দ্বিতীয় গাছটি প্রথমটির চেয়ে অধিক কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে
B,C
6399. সালোকসংশ্লেষণের কোন উপাদান থেকে অক্সিজেন উৎপন্ন হয়?
- কার্বন ডাইঅক্সাইড
- পানি
- ম্যাগনেসিয়াম
- ক্লোরোফিল
6400. ক্যালভিন তার আবিষ্কারের জন্য কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
- ১৯৬০ সালে
- ১৯৬২ সালে
- ১৯৬১ সালে
- ১৯৫৩ সালে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি জীববিজ্ঞান জীবনীশক্তি মডেল টেস্ট"