এফিলিয়েট মার্কেটি-
যদি সহজ করে আমার ভাষায় যদি বলি তা হলঃ অন্য মানুষ বা কম্পানির কোন পন্য বিক্রয় করে দিয়ে, সেই বিক্রিত মূল্য থেকে একটা কমিশন নেওয়াই এফিলিয়েট মার্কেটিং “। আরো সহজভাবে বললে এফিলিয়েট প্রোগ্রামটি হচ্ছে অন্য কোন কোম্পানীর হয়ে প্রচার করা।
অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং কি?
অ্যামাজন হচ্ছে ইউএসএর একটি বিখ্যাত অনলাইন শপিং কোম্পানি বা ইকমার্স সাইট। এটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ অনলাইন স্টোর। অ্যামাজন সুযোগ করে দিয়েছে তাদের এসোসিয়েট হয়ে তাদের সাথে এফিলিয়েট মার্কেটিং করার। অর্থাৎ অ্যামাজন ওয়েবসাইট থেকে আপনি যদি প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে অ্যামাজন আপনাকে প্রোডাক্ট ভেদে বিভিন্ন রেটে কমিশন দেবে। তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার মাধ্যম হলো অনলাইন। একেই অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংবলা হয়।
আরো দেখুন:এফিলিয়েট মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন
কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করা যায়-
এফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে অবশ্যই এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে হবে।তারপর আপনাকে মাইন্ডসেট ঠিক করে নিতে হবে। যদি আপনি আজকে এফিলিয়েট মার্কেটিং কালকে সিপিএ মার্কেটিং এভাবে করতে থাকেন দেখবেন আপনার একটাও শেখা হবে না।
এতে আপনার সময় নষ্ট হবে। এফিলিয়েট মার্কেটিং করে কেমন ইনকাম হয় এটা দেখার জন্য যদি শুরু করে থাকেন তাহলে আপনি অনেক বড় ভুল করবেন। এফিলিয়েট হচ্ছে আপনার একটা বিজনেস তাই বিজনেসে নামতে আধঘাট বেধেই আপনাকে নামতে হবে।একটা বিজনেসের শুরুতেই টাকা ইনকাম করার থেকে দক্ষতা অর্জনকে বেশি প্রাধান্য দিতে হবে।
আরো দেখুন:এফিলিয়েট মার্কেটিং কি?
এফিলিয়েট মার্কেটিং এর ভবিষ্যৎ উজ্জল-
বর্তমানে প্রায় সবকিছুই অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে।মানুষ যত বেশি অনালাইন ব্যাবহার করছে অনলাইন বিজনেস ততই বাড়ছে।তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মার্কেটিং ভিত্তিক অনলাইন কাজ গুলো।সেই সাথে এফিলিয়েট মার্কেটিং এর পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এমনকি বাংলাদেশ ও পিছিয়ে নেই,এখন এমন অনেক বাংলাদেশি কোম্পানি আছে যারা এফিলিয়েট মার্কেটিং এর অফার করে।প্রোডাক্ট মেকাররা বর্তমানে এফিলিয়েট মার্কেটারদের উপর নির্ভরশীল হয়ে পরছে।বিশ্বের বড় বড় কম্পানীগুলো এখন এফিলিয়েট মার্কেটারের উপর নির্ভরশীল।
কাদের জন্য এই কোর্স-
- যারা মোটামুটি ইন্টারনেটের/ওয়েবসাইটের বেসিক বিষয়গুলি জানেন।
- আপনারা যারা অনলাইনে আয় করতে চান কিন্তু সঠিক দিকনির্দেশনা পাচ্ছেন না।
- এফিলিয়েট মার্কেটিং শিখতে চাচ্ছেন।
- মোটামুটি ইংরেজি বুঝেন।
- সৎ, সাহসী, পরিশ্রমী এবং চ্যালেঞ্জ গ্রহণে বদ্ধপরিকর। তাহলে আপনার জন্যই এই কোর্স।
আরো দেখুন:কেন শিখবেন এফিলিয়েট মার্কেটিং?
কি কি শেখানো হয় এই কোর্সে-
- এফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে করতে।
- কিভাবে এফিলিয়েট মার্কেটিং এর জন্য একটি ওয়েবসাইট সেটাপ করতে হয়।
- গুগল টুলস গুলোর ব্যাবহার।
- কমপ্লিট SEO
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- ইমেইল মার্কেটিং
- কপি রাইটিং
কোথায় শিখবেন এফিলিয়েট মার্কেটিং?
বর্তমানে যেখানে সেখানে অনেক ধরণের ফ্রিল্যান্সিং সেন্টার গড়ে উঠেছে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারা ট্রেইনিং সেন্টারের সংখ্যা খুবই কম। দিন দিন সবাই এখন অনলাইন ইনকামের দিকে ঝুকে পড়ছে তাই সময় পরিবর্তনের সাথে সাথে প্রতিযোগিতাও অনেক বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে ইশিখন.কম দীর্ঘদিন বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করা দক্ষ প্রফেশনাল ফ্রিল্যান্সারদের সমন্বয়ে গড়ে তুলেছে অনলাইন ট্রেইনিং সেন্টার, যেখানে আপনি ঘরে বসেই লাইভ ক্লাস করতে পারবেন। ইশিখনে কোর্স করলে আপনি আরো সকল সুবিধাসমূহ পাবেন।
আরো দেখুন:কিভাবে শুরু করবেন এফিলিয়েট মার্কেটিং?
ইশিখনে এফিলিয়েট মার্কেটীং কোর্স করার বিশেষ সুবিধা-
- লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
- লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
- ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক)
- প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
- ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব
- ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট। এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
- কোর্স শেষে সার্টিফিকেট
- লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।
0 responses on "এফিলিয়েট মার্কেটিং কি?"