জাদুঘরে কেন যাব

লেখক পরিচিতি:

  • নাম: আনিসুজ্জামান
  • জন্ম:১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি
  • জন্মস্থল : কলকাতা
  • পিতা: এ. টি. এম. মোয়াজ্জম
  • মাতা:সৈয়দা খাতুন
  • পড়াশোনা:
    -১৯৫১ সালে প্রিয়নাথ স্কুল হতে প্রবেশিকা
    -১৯৫৩ সালে জগন্নাথ কলেজ হতে আইএ
    -ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান,স্নাতকোত্তর,PHD
    -শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর শিক্ষা
  • পেশাজীবন :
    -বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক, প্রাবন্ধিক,অধ্যাপক
    -দীর্ঘকাল ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা
    -বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক
  • গ্রন্থ :মুসলিম মানস ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র,স্বরূপের সন্ধানে, আঠারো শতকের চিঠি, পুরানো বাংলা গদ্য, বাঙালি নারী, সাহিত্যে ও সমাজে, ইহজাগতিকতা ও অন্যান্য, চেনা মানুষের মুখ..
  • পুরস্কার : একুশে পদক,বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট, ভারত সরকারের পদ্মভূষণ…

 

গল্পের উৎস:

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী উপলক্ষ্যে শামসুল হোসাইনের সম্পাদনায় প্রকাশিত স্মারক পুস্তিকা
  • ঐতিহ্যায়ন (২০০৩)
  • প্রবন্ধ উপস্থাপিত মনোগ্রাহী ভাসা ও আকর্ষণীয় ঢঙে

 

গুরুত্বপূর্ণ উক্তি:

  • মিউজিয়মকে আপনারা জাদুঘর বলেন কেন? – উক্তি গভর্নর মোনায়েম খান
  • যাঃ পলায়েতে স জীবতি -প্রবাদ
  • নতুন ও সদ্য স্বাধীন দেশগুলোতে নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠিত হয়- আত্মপরিচয়দানের প্রেরণায়
  • চোর পালালে বুদ্ধি বাড়ে- প্রবাদ

 

সংখ্যাবাচক তথ্য:

  • পৃথিবীর ১ম জাদুঘর প্রতিষ্ঠিত-খ্রিষ্টপূর্ব ৩য় শতাব্দীতে
  • যৌথ জাদুঘর নির্মাণ -ষোড়শ শতকে
  • অ্যাশমোলিয়ান জাদুঘরের প্রতিষ্ঠাতা-৩ জন
  • ব্রিটিশ মিউজিয়মের প্রতিষ্ঠাতা- ৩জন
  • ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয় গত ৩০ বছরে
  • আলেকজান্দ্রিয়া নগর পতন হয়- খ্রিষ্টপূর্ব ৩৩২ অব্দে
  • ফরাসি বিপ্লব – ১৭৮৯ সালে
  • রুশ বিপ্লব – ১৯১৭ সালে
  • টাওয়ার অফ লন্ডন নির্মাণ – ১০৭৮ সালে
  • অ্যাশমোলিয়ান জাদুঘরের প্রতিষ্ঠা-১৮৯৭ সালে
  • ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা- ১৭৫৩ সালে
  • বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা- ১৯১৩ সালে
  • ঢাকা নগর জাদুঘর প্রতিষ্ঠা-১৯৮৭ সালে
  • বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা-১৯৬৫ সালে
  • সামরিক জাদুঘর প্রতিষ্ঠা-১৯৮৭ সালে
  • বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠা-১৯১০ সালে
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রতিষ্ঠা-১৯৭৩ সালে
  • গ্রেকো রোমান জাদুঘর প্রতিষ্ঠা- ১৮৯২ সালে
  • কায়রো জাদুঘর প্রতিষ্ঠা- ১৮৩৫ সালে

 

গদ্য আলোচনা:

  • পাশ্চাত্যদেশে জাদুঘরতত্ত্ব একটা স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয়
  • প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয় আলেকজান্দ্রিয়ায়
  • পৃথিবীর প্রথম জাদুঘরে ছিল নিদর্শন সংগ্রহশালা,গ্রন্থাগার,উদ্ভিদ উদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা
  • পৃথিবীর প্রথম জাদুঘর ছিল মূলত দর্শন চর্চার কেন্দ্র
  • ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি হয়
  • প্রজাতন্ত্র সৃষ্টি করে ল্যুভ
  • ফরাসি বিপ্লবের পরে উন্মোচিত হয় ভের্সাই প্রাসাদের দ্বার
  • রুশ বিপ্লবের পর লেনিনগ্রাদের রাজপ্রাসাদ গড়ে উঠে হার্মিতিয়ে
  • গনতন্ত্রায়ণের ফলে টাওয়ার অফ লন্ডন প্রাসাদ ও তার সংগ্রহ সর্বজনের চক্ষুগ্রাহ্য হয়
    সতেরো শতকে ব্রিটেনে প্রথম পাবলিক জাদুঘর প্রতিষ্ঠা হয়
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি অ্যাশমোলিয়ান জাদুঘরের প্রতিষ্ঠাতা- পিতাপুত্র দুই ট্র্যাডেসান্ট
    ও অ্যাশমোল
  • আঠারো শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায়য় তৈরি হয় ব্রিটিশ মিউজিয়ম
  • ব্রিটিশ মিউজিয়মের ভিত্তি সংগ্রহ করেন স্যার হ্যানস স্লোন, স্যার রবার্ট কটন,আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্লির
  • উনিশ শতকে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি পায়
  • ত্রিশ বছরে ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়
  • জাদুঘরের সাধারণ লক্ষণ চমকপ্রদ ও লুপ্তপ্রায় জিনিস সংগ্রহ করে
  • ঢাকায় জাতীয় জাদুঘরের ভিত্তি স্থাপন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান
  • জাতীয় জাদুঘরে সংগৃহিত আছে তুঘরা হরফে লেখা নুসরত শাহের শিলালিপি
  • জাতীয় জাদুঘরে সংগৃহিত আশরাফ শিলালিপি ষোল শতকে এক মসজিদ প্রতিষ্ঠার বৃত্তান্ত সংবলিত প্রস্তরখন্ড
  • গভর্নর মোনায়েম খান দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী
  • উর্দুতে জাদুঘর কে বলা হয় আজবখানা
  • হিন্দিতে জাদুঘর কে বলা হয় অজায়েব ঘর
  • ইসা খার কামানে বাংলা লেখা দেখে লেখক মুগ্ধ
  • জাদুঘরের প্রধান কাজ হলো সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ
  • টাওয়ার অফ লন্ডনে কোহিনুর দেখতে সকলে ভিড় করে

 

পোস্ট টা পড়ার সময় বোর্ড বইটা সাথে পড়ে নিও।।আর শব্দার্থ ও টীকাসমূহ তোমরা সবাই নিজ দায়িত্বে পড়ে নিও।। প্রবন্ধ ও কবিতার সবকিছু আলোচনা করা সম্ভব না তাই আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্ঠা করলাম।

 

 

আরো পড়ুন:

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – বায়ান্নর দিনগুলো

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – মাসি পিসি

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – জীবন ও বৃক্ষ

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – আমার পথ

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – আহ্বান

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – চাষার দুক্ষু

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – অপরিচিতা

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – বিড়াল

এইচএসসিইংরেজী ২য় পত্র – Narration

এইচএসসিইংরেজী ২য় পত্র – Connector/Linking Words

এইচএসসিইংরেজী ২য় পত্র – Words and Phrases

এইচএসসিইংরেজী ২য় পত্র – Preposition

এইচএসসিইংরেজী ২য় পত্র গ্রামার – Tense

এইচএসসি পরীক্ষা ২০১৯ এর রসায়ন ২য় পত্র সাজেশন

এইচএসসি পরীক্ষা ২০১৯ এর পদার্থ বিজ্ঞান ১ম পত্রের সাজেশন

এস.এস.সি এবং এইচ.এস.সি সৃজনশীল পরীক্ষায় ভালো মার্কস তোলার কিছু কৌশল

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline