এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1085
10841. ঝুঁকির সাথে মূলধন ব্যয়ের সম্পর্ক কেমন?
- কোনো সম্পর্ক নেই
- ধনাত্মক
- ঋণাত্মক
- শূণ্য
10842. অফিস ভাড়া, বীমা খরচ ইত্যাদির পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়?
- তারল্য ঝুঁকি
- ব্যবসায়িক ঝুঁকি
- অর্থায়ন ঝুঁকি
- আর্থিক ঝুঁকি
10843. অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগৃহীত হলে কোন কাজটি ঐচ্ছিক হয়?
- প্রতিষ্ঠান পরিচালনা
- মুনাফা অর্জন
- মূলধন ব্যয়
- অর্থায়নের নিরাপত্তা
10844. পরিহারযোগ্য ঝুঁকির উৎস হলো-
- অদক্ষ ব্যবস্থাপনা
- শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট
- সেকেলে প্রযুক্তির ব্যবহার
A,B,C
10845. কোন কোম্পানির পরিচালনা খরচ মেটানোর সক্ষমতা নির্ভর করে-
- ইতিবাচক
- নেতিবাচক
- শূন্য
A,B,C
10846. কোম্পানি ঝুঁকি কী?
- মোট ঝুঁকি
- মোট ঝুঁকি-বাজার ঝুঁকি
- বাজার ঝুঁকি
- মোট ঝুঁকি-মূলধন ব্যয়
10847. কোন ঝুঁকি বিনিয়োগকারী নিয়ন্ত্রণ করতে পারে?
- ব্যবসায়িক ঝুঁকি
- আর্থিক ঝুঁকি
- পরিহারযোগ্য ঝুঁকি
- বাজার ঝুঁকি
10848. কোনটি থেকে ঝুঁকিমুক্ত আর্ন আসে?
- সরকারি বন্ড
- সাধারণ শেয়ার বিনিয়োগ
- অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ
- কর্পোরেট বন্ড
10849. মানুষের দ্বারা সৃষ্ট ক্ষতির সম্ভাবনা থেকে কোনো অনিশ্চয়তার সৃষ্টি হয়?
- মানবিক অনিশ্চয়তা
- রাজনৈতিক অনিশ্চয়তা
- প্রাকৃতিক অনিশ্চয়তা
- প্রযুক্তিগত অনিশ্চয়তা
10850. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনে সাফল্য অর্জন করতে না পারার ঝুঁকিতে কী নামে অভিহিত করা হয়?
- কোম্পানির ঝুঁকি
- ব্যবসায়ের ঝুঁকি
- প্রতিযোগীটার ঝুঁকি
- পণ্যের ঝুঁকি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-অর্থনীতি ১মপত্র-9 - এইচএসসি-অর্থনীতি ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1085"