উন্নয়নে-সহায়ক-সেবা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1267
12661. মানিক ব্যবসায় প্রকল্পের জন্য সোনালী ব্যাংকের নিকট ঋণ সহায়তা চাইলেন। তিনি সর্বনিম্ন কত টাকা ঋণ পাবেন?
- ২০ হাজার টাকা
- ৪০ হাজার টাকা
- ৫০ হাজার টাকা
- ৬০ হাজার টাকা
12662. সৃজনশীল কাজ কোনটি?
- নতুন ব্যবসায় স্থাপন
- বনায়ন
- গৃহায়ন
- পশুপালন
12663. বিসিক এর গুরুত্বপূর্ণ কাজ হলো-
- শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ
- ক্ষুদ্র ও কুটির শিল্পের রেজিস্ট্রেশন
- নতুন পণ্য উদ্ভাবন
A,B
12664. বেসিক ব্যাংক প্রদত্ত ঋনের খাত হলো-
- ঔষধ শিল্প
- পোশাক শিল্প
- পোল্ট্রি শিল্প
A,B,C
12665. কোনো নারী শিল্প উদ্যোক্তা হিসেবে গণ্য হবেন তিনি যদি-
- ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হন
- অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায়ের পরিচালক হন
- শেয়ারহোল্ডারগণের মধ্যে অন্যূন ৫১% -এর মালিক হন
A,B,C
12666. বিজ্ঞাপনী সংগঠন কোন ধরনের খাত?
- উৎপাদন
- বন্টন
- সেবামূলক
- বৈদেশিক
12667. বেসিক ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রগুলো হলো-
- পোশাক ও পোল্ট্রি শিল্প
- রাসায়নিক ও ঔষধ শিল্প
- চামড়া ও পাট শিল্প
A,B,C
12668. শিল্প স্থাপন সম্পর্কিত পরামর্শের জন্য উদ্যোগক্তাগণকে কোথায় যোগাযোগ করতে হয়?
- বিসিকের সহায়ক কেন্দ্র
- শিল্প মন্ত্রণালয়ে
- সমবায় অধিদপ্তরে
- বাণিজ্য মন্ত্রণালয়ে
12669. ব্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯৭০ সালে
- ১৯৭১ সালে
- ১৯৭২ সালে
- ১৯৭৫ সালে
12670. বর্তমানে ব্র্যাক কতটি জেলায় কার্যক্রম পরিচালনা করছে?
- ৬টি
- ৩৬টি
- ৪৬টি
- ৬৪টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "উন্নয়নে-সহায়ক-সেবা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-10"