উন্নততর-জীবনধারা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1814
18131. Sodium benzoate এর ক্ষেত্রে প্রযোজ্য-
- এটি Benzotic acid এর লবণ
- এট ছত্রাক ঈষ্ট এর বৃদ্ধিকে প্রতিহত করে
- এর ৫% দ্রবণকে ভিনেগার বলে
A,B
18132. ১০০ গ্রাম ওজেনের শোল মাছ থেকে কী পরিমাণের শক্তি পাওয়া যায়?
- ৯৪ ক্যালরি
- ১৭৩ ক্যালরি
- ১৭৬ ক্যালরি
- ২৭৬ ক্যালরি
18133. রাফেজ ভুক্ত খাবার-
- মলাশয়ের ক্যান্সার হ্রাস করে
- গ্রহণে পিত্তথলির রোগ হ্রাস পায়
- আাপেনডিসাইটিস হ্রাস করে
A,B,C
18134. দাঁতে মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যায় কোনটির অভাবে?
- খনিজ লবণ
- পানি
- ভিটামিন ‘E’
- ভিটামিন ‘C’
18135. দেহে নিকোটিনিক অ্যাসিডের অভাবে কোন রোগ হয়?
- পেলেগ্রা
- অ্যানিমিয়া
- রক্তশূণ্যতা
- স্নায়ু দুর্বলতা
18136. কোনটি ভিটামিন-ই এর উত্তম উৎস?
- যকৃৎ
- গাজর
- পাম তেল
- কাঁচামরিচ
18137. ধুমপানের ফলে-
- ঠোঁট ও মুখে ক্যান্সার হতে পারে
- ব্রংকাইটিস হতে পারে
- গলা ও মূত্রথলির ক্যান্সার হতে পারে
A,B,C
18138. সুষম খাদ্য তালিকায় প্রয়োজনীয় উপাদানগুলো উপযুক্ত পরিমাণ অন্তর্ভূক্তির ক্ষেত্রে কোনটি বিবেচ্য বিষয় নয়?
- বয়স
- লিঙ্গভেদ
- শারীরিক প্রতিবন্ধকতা
- পরিশ্রমের ধরন
18139. ১০০ গ্রাম ভেটকি মাছের শক্তিমূল্য কত?
- ১৪.৬ ক্যালরি
- ৬৭ ক্যালরি
- ৭৯ ক্যালরি
- ১১১ ক্যালরি
18140. রাফেজ প্রতিরোধ করতে সক্ষম-
- ডায়াবেটিস
- হৃদরোগ
- কোষ্ঠকাঠিন্য
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "উন্নততর-জীবনধারা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1814"