ইশিখন শিক্ষার্থীদের জন্য হোস্টিং এ ৬০% ডিস্কাউন্ট

হোস্টিং কোথা থেকে কিনবে?
এ প্রশ্ন প্রায়শই ইশিখন শিক্ষার্থীরা করে থাকেন। অনেকের ক্রেডিট কার্ড না থাকায়
আর্ন্তজাতিক কম্পানিগুলো থেকে কিনতে পারেন না।
.
দেশীয় যেসব কম্পানি আছে, ২/১টি ছাড়া বেশির ভাগই কোয়ালিটিলেস, সমস্যায় পড়লে ২/৩ দিনেও কোন উত্তর পাওয়া যায় না। অনেক কম্পানির হোস্টিং কচ্ছপ গতির। 
এইসব না হয় বাদ দিলাম, কিন্তু বড় সমস্যা হল এফিলিয়েট, সিপিএ ইত্যাদির জন্য উক্ত হোস্টিংগুলো যথাযথ অপ্টিমাইজ করা থাকে না। যার ফলে গুগল র‌্যাংকিং, সাইট ভিজিটর ইত্যাদিতে প্রভাব পড়ে।
.
এজন্য হোস্টিং কিনতে সবাই বিদেশি কম্পানিগুলোর দিকে ছুটে। বিগত ১০ বছরে আমি প্রায় ১৮/২০ টি বিদেশি স্বনামধন্য কম্পানির হোস্টিং ব্যবহারের অভিজ্ঞতা হয়েছে।
.
শিক্ষার্থীদের সফলতার কথা চিন্তা করে তাই ইশিখন.কম আপনাদের জন্য হোস্টিং সেবাও নিয়ে এল। (https://hostbelt.com) এতে আমাদের বিগত ব্যাচের শিক্ষার্থীদের জন্য থাকছে 60% ডিস্কাউন্ট এবং এই ডিস্কাউন্ট শুধুমাত্র আগামী ২৫ জুন পর্যন্ত থাকবে।
.
এফিলিয়েট, সিপিএ, কিংবা ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এর স্টুডেন্টদের জন্য এটি একটি বড় সুযোগ।
১ বছরের জন্য .com ডোমেইন এবং 1024MB/1GB হোস্টিং শিক্ষার্থীরা মাত্র 1765/- টাকা বিনিময়ে পাচ্ছেন।
.
অফারটির কুপন কোড শিক্ষার্থীদের মেইল করা হবে, ইশিখনে লগিন করলেও announcement এ দেখতে পাবেন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline