ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2291
22901. জামাআতে নামায পড়ার সুফল কোনটি?
- একে অপরের খোঁজখবর নিতে পারে
- নামাজিদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে
- একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা পায়
- উপরের সবকটি
22902. কোনটি ঢালস্বরুপ?
- সাওম
- সালাত
- হজ
- যাকাত
22903. * দিদার একজন মুসলিম পিতার সন্তান হয়েও সালাতকে অস্বীকার করে। এমনকি সে ইসলামের অন্যান্য ইবাদতকেও অগ্রাহ্য করে। সে পত্রিকায় ইসলাম বিরোধী লেখালেখি করে।
- কুফরি
- যালেমি
- মুনাফেকি
- বিদআতি
22904. এজন্য দিদারের পরিণতি-
- পরকালে কঠিন শাস্তি
- ইহকালে সুনাম নষ্ট
- রাষ্ট্রীয় ভাবে কঠিন শাস্তি
22905. পিতা-মাতার পরেই কার মর্যাদা?
- দাদা-দাদির
- পাড়া প্রতিবেশীর
- শিক্ষকের
- নানা-নানীর
22906. নীতিহীন ও চরিত্রহীন মানুষকে কী বলা হয়?
- গাফিল
- আফিল
- কাফির
- মুশরিক
22907. জিহাদ ও সন্ত্রাসবাদ পরস্পর-
- সমার্থক
- বিপরীত
- উদ্দেশ্য অভিন্ন
- নিকটতম অর্থবোধক
22908. উত্তম ইলম কী? যেটি অর্জন করলে-
- সত্য মিথ্যার পার্থক্য করা যায়
- বৈধ-অবৈধ বোঝা যায়
- আল্লাহর নৈকট্য লাভ করা যায়
A,B,C
22909. ‘সালাত’ শব্দের অর্থ কী?
- দুআ
- ইবাদত
- আশীর্বাদ
- সওয়াব
22910. আলিমগণ কাদের উত্তরাধিকারী?
- পূর্ববর্তী জ্ঞানীদের
- সক্রেটিসের
- নবিদের
- সুফিদের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2291"