ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2286
22851. তামিম মিয়ার কি করা উচিত ছিল?
- ভাড়া নির্ধারণ করে রিকশায় ওঠা
- রিকশাওয়ালা যে ভাড়া চেয়েছে তা দেওয়া
- কোনো বিবাদ না করা
- রিকশা ওয়ালাকে আঘাত করা
22852. হজ মানুষের কোন ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়?
- অর্থসম্পদের ময়লা
- দেহের ময়লা
- মনের ময়লা
- কৃপণতার ময়লা
22853. ছাত্র-শিক্ষক সম্পর্ক হবে কেমন?
- শত্রুতার
- কঠোর
- বন্ধুর
- অধীনস্তের
22854. কোনটি হজের ওয়াজিব?
- ইহরাম বাধা
- আরাফার ময়দানে অবস্থান করা
- তাওয়াফে যিয়ারত করা
- কুরবানি করা
22855. পরস্পরের সাহায্য সহানুভূতিকে কী বলা হয়?
- হাক্কুল ইবাদ
- হাক্কুল জার
- হাক্কুল ওয়ালেদাইন
- হাক্কুল্লাহ
22856. “তোমরা রুকূকারীদের সাথে রুকু কর”-এটা কার বাণী?
- আল্লাহর
- মহানবি (স)-এর
- উমর (রা)-এর
- উসমান (রা)-এর
22857. আল্লাহর সন্তুষ্টি অর্জন কীসের মূল লক্ষ্য?
- সালাতের
- হজের
- জিহাদের
- কুরআন ও হাদিসের
22858. “যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের তোমরা মৃত বলো না।’ আয়াতটিতে প্রতিষ্ঠিত হয়েছে-
- দেশপ্রেমের প্রয়োজনীয়তা
- জীবনদানের গুরুত্ব
- শাহাদাতের মর্যাদা
22859. “যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নুর হয়ে দাঁড়াবে”-কে বলেছেন?
- আল্লাহ
- মহানবি (স)
- হযরত আবু বকর (রা)
- হযরত দাউদ (আ)
22860. ইবাদতের মূল উদ্দেশ্য কী?
- আল্লাহর সন্তুষ্টি অর্জন
- রাসুল (স)-এর সন্তুষ্টি অর্জন
- পিতামাতার ভালোবাসা অর্জন
- সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত- এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2286"