আলোর-প্রতিসরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2584
25831. আমরা কিভাবে একটি বস্তুকে দেখি-
- চোখ থেকে আলো বস্তুর উপর পড়লে
- চোখে বস্তুর ছায়া পড়লে
- বস্তু থেকে আলো চোখে পড়লে
- চোখের ছায়া বস্তুতে পড়লে
25832. স্নেলের সূত্রের জন্য প্রয়োজন-
- নির্দিষ্ট এক জোড়া মাধ্যম
- নির্দিষ্ট প্রতিসরণ কোণ
- নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি
A,C
25833. অবতল লেন্সের সাথে সম্পর্কিত-
- আলোকরশ্মি অপসারী হয়
- আলোকরশ্মি অভিসারী হয়
- মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা
A,C
25834. চোখ হতে নিকট বিন্দুর দূরত্বকে কি বলা হয়?
- স্পষ্ট দূরত্ব
- নিকট দূরত্ব
- নিকটতম দূরত্ব
- নূন্যতম দূরত্ব
25835. উত্তল লেন্সের আলোক কেন্দ্র কয়টি?
- ১টি
- ২টি
- ৩টি
- নেই
25836. A মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.3 এবং B মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.5 হলে কোন বিবৃতিটি সঠিক?
- A মাধ্যমের চেয়ে B মাধ্যমে আলো দ্রুত চলবে
- B মাধ্যমের চেয়ে A মাধ্যমে আলো দ্রুত চলবে
- উভয় মাধ্যমে আলো সমান বেগে চলবে
- A ও B মাধ্যমে আলোর বর্ণের পরিবর্তন হবে
25837. A ও B দুটি আলোকীয় মাধ্যম। A মাধ্যমের ঘনত্ব B মাধ্যমের চেয়ে বেশি হলে-
- A মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি
- B মাধ্যমে আলোকরশ্মি বেশি বাকবে
- A মাধ্যমে আলোর বেগ কম হবে
A,B,C
25838. একটি চশমার লেন্সের ক্ষমতা +4d; তাহলে-
- লেন্সটির ফোকাস দূরত্ব 25cm
- চশমাটি হাইপারমেট্টোপিয়া ক্রুটির ক্ষেত্রে ব্যবহৃত হয়
- লেন্সটি একটি ক্ষীণমধ্য লেন্স
A,B
25839. কালির দাগের উপর কাচফলক রাখলে-
- দাগের বাস্তব বিম্ব গঠিত হয়
- দাগটি উপরে উঠেছে মনে হয়
- দাগের অবাস্তব বিম্ব গঠিত হয়
B,C
25840. মরুভূমির উপরের বায়ু নিচের তুলনায়-
- উত্তপ্ত ও হালকা হয়
- ঠান্ডা ও ঘন হয়
- ঠান্ডা ও হালকা হয়
- উত্তপ্ত ও ঘন হয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিসরণ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2584"