আলোর-প্রতিফলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2558
SSC-পদার্থ বিজ্ঞান কুইজ | 25571. কোনো পৃষ্ঠ থেকে আলো কীভাবে প্রতিফলিত হবে তা কীসের ওপর নির্ভর করে?
- প্রতিফলনের ১ম সূত্র
- প্রতিফলনের ২য় সূত্র
- প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর
- প্রতিফলকের ক্ষেত্রফলের ওপর
25572. প্রতিফলক পৃষ্ঠে প্রতিফলনের পর নির্গত রশ্মিকে কী বলে?
- প্রতিসরিত রশ্মি
- এক্স রশ্মি
- আপতিত রশ্মি
- প্রতিফলিত রশ্মি
25573. কোনটিকে বিয়ের সময় ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয়?
- সমতল দর্পণ
- উত্তল দর্পণ
- অভিসারী দর্পণ
- অবতল দর্পণ
25574. যে রশ্মি প্রতিফলক তলে পতিত হয় তাকে কী বলে?
- প্রতিসরিত রশ্মি
- এক্স রশ্মি
- আপতন কোণ
- প্রতিফলন কোণ
25575. গোলীয় দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো-
- বক্রতার ব্যাস
- প্রধান অক্ষের দৈর্ঘ্য
- বক্রতার ব্যাসার্ধ
25576. অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব আকারে লক্ষ্যবস্তুর-
- সমান
- বিবর্ধিত
- খর্বিত
- সব কয়টি
25577. আমরা বস্তু দেখতে পাই যখন-
- বস্তু দীপ্তিমান হয়
- বস্তু আলোক প্রতিফলন করে
- আমাদের চোখ থেকে আলোক বস্তুর উপর পড়ে
A,B
25578. উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে ক্রমশ দর্পণের নিকটে আনা হলে-
- প্রতিবিম্ব ও দর্পণের কাছে সরে আসবে
- প্রতিবিম্বের আকৃতি ক্রমশ বড় হতে থাকবে
- প্রতিবিম্ব সর্বদাই বস্তুর আকারের চেয়ে ছোট থাকবে
A,B,C
25579. আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে ঘুরানো হয়, তবে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে?
- 300
- 450
- 600
- 900
25580. অবতল দর্পণ আপতিত রশ্মিসমূহকে-
- অপসারী করে
- অভিসারী করে
- প্রকৃতপক্ষে মিলিত করে
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC-পদার্থ বিজ্ঞান কুইজ - 2558"