আলোর-প্রতিফলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2568
25671. পেরিস্কোপ তৈরিতে কোন দর্পণ ব্যবহৃত হয়?
- উত্তল দর্পণ
- সমতল দর্পণ
- অবতল দর্পণ
- সমতলোত্তল দর্পণ
25672. বিবর্ধক কাচ কোন প্রকার বিম্ব গঠন করে?
- সোজা ও খর্বিত
- উল্টো ও বিবর্ধিত
- সোজা ও সমান
- সোজা ও বিবর্ধিত
25673. যে সকল বস্তু নিজে থেকে আলোর নিঃসরণ করে তাদেরকে কী বলে?
- দীপ্তিমান বস্তু
- দীপ্যমান বস্তু
- বিকিরক
- সংশ্লেষক
25674. গুলি ছুঁড়লে বন্দুককে পিছনের দিকে সরে আসতে দেখা যায় এ ঘটনাটি ব্যাখ্যা করার জন্য প্রয়োজন নাই-
- ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা
- শক্তির নিত্যতার সূত্র দ্বারা
- মহাকর্ষ সূত্র দ্বারা
B,C
25675. কীসের মাধ্যমে আমরা কোন বস্তুকে দেখতে পাই?
- শব্দ
- বায়ু
- আলো
- পানি
25676. বিপজ্জনক বাঁকে কত কোণে সমতল দর্পণ বসানো হয়?
- 500
- 450
- 300
- 150
25677. ডিজিটাল ক্যামেরার ছবি হল-
- বাস্তব প্রতিবিম্ব
- অবাস্তব বিম্ব
- বিম্ব হয় না
- খ ও গ
25678. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
- দর্পণ
- প্রিজম
- লেন্স
- বিম্ব
25679. লক্ষ্যবস্তু অবতল দর্পণের মেরুতে থাকলে বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
- সদ ও সোজা
- অসদ ও সোজা
- সদ ও উল্টা
- অসদ ও উল্টা
25680. নিখুঁত ও নিরাপদ গাড়ি চালনার জন্য কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়?
- গাড়ীর কাঁচ পরিস্কার করা
- জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা
- দর্পণগুলো ঠিকমত উপযোজন করা
- সব সময় বাতি জ্বালিয়ে রাখা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিফলন - এসএসসি-পদার্থ বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2568"