আমার-লেখালেখি-ও-হিসাব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2176
21751. কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়?
- নিউ
- ওপেন
- সেইভ
- সেইভ এজ
21752. স্প্রেডশিটে গুণ করার জন্য-
- ডাটা প্রয়োজন হয়
- সেল ঠিকানার প্রয়োজন হয়
- ‘/’ চিহ্নের প্রয়োজন হয়
A,B
21753. ডায়ালগ বক্সে-
- কলাম ও রো সংখ্যা ঠিক করা হয়
- ছবি যোগ করা হয়
- ওয়ার্ড আর্ট যোগ করা হয়
A,B
21754. ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি যোগ করার সুবিধা নেই?
- ক্লিপ আর্ট
- টেবিল
- স্মার্ট আর্ট
- স্পেইস
21755. স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কী করা হয়?
- শব্দ প্রক্রিয়াকরণ
- ছবি ব্যবস্থাপনা
- তথ্য ব্যবস্থাপনা
- হিসাব নিকাশ
21756. ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে –
- লেখার আকার ছোট বড় করা যায়
- নতুন লেখা প্রবেশ করানো যায় না
- বক্স আকারে উপস্থাপনা করা যায়
A,C
21757. ওয়ার্ড প্রসেসরের সাহায্যে-
- শতকরার হিসাব করা যায়
- নির্ভুলভাবে লেখালেখি করা যায়
- একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়
B,C
21758. নিচের কোনটি স্প্রেডশিটে গুণ অপারেশনের কাজ বুঝাচ্ছে?
- Mul
- Product
- Multipication
- Div
21759. ফস্ট গ্রুপের মধ্যে থাকে-
- ফন্ট সাইজ
- ফন্ট কালার
- বুলেটৈ নাম্বার
A,B
21760. কপি করার কীবোর্ড কমান্ড কোনটি?
- Ctrl+C
- Ctrl+p
- Ctrl+V
- Ctrl+S
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আমার-লেখালেখি-ও-হিসাব - এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2176"