আদর্শ-জীবনচরিত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2340
23391. হযরত আলি (রা) এর জীবনযাপন পদ্ধতি ছিল-
- সহজ-সরল
- জাঁকজমকপূর্ণ
- অনাড়ম্বর
A,C
23392. জাহেলি যুগে নারী সমাজ-
- বিশেষ মর্যাদার অধিকারী ছিল
- ভোগ-বিলাসের বস্তু ছিল
- অধিকার থেকে বঞ্চিত ছিল
B,C
23393. হারবুল ফিজার অর্থ কী?
- ন্যায় যুদ্ধি
- অন্যায়
- ন্যায়
- অন্যায় যুদ্ধ
23394. রাসুল (স) কে তৎকালীন আরবের লোকজন আল আমিন উপাধি দিয়েছিলেন। কারণ –
- তিনি দায়িত্বশীল ছিলেন
- তিনি দেখতে অসাধারণ সুন্দর ছিলেন
- আমানতদার হিসেবে তিনি বিশ্বাসী ছিলেন
A,C
23395. ইমাম গাযযালি কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন?
- ১১১০ খ্রি.
- ১১২০ খ্রি.
- ১১১৫ খ্রি.
- ১১১১ খ্রি.
23396. “তারীখুল উমাম ওয়াল মুলূক”- গ্রন্থের রচয়িতা কে?
- ইমাম গাযযালি
- ইবনে জারির তাবারি
- ইবনে সিনা
- ইবনে খুলদ
23397. হযরত উমর (রা) জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে তাঁর শাসনব্যবস্থা পরিচালনা করতেন। তিনি শাসনকার্যে জনমতকে প্রাধান্য দিতেন। তাঁর শাসনব্যবস্থার স্বরূপ কী ছিল?
- গণতান্ত্রিক
- ধনতান্ত্রিক
- সমাজতান্ত্রিক
- একনায়কতান্ত্রিক
23398. হযরত উমর (রা) এর পিতার নাম কী?
- হানতামা
- খাত্তার
- আবু কুহাফা
- আব্দুল্লাহ
23399. খুলাফায়ে রাশেদিন বলতে কত জন সাহাবিকে বোঝায়?
- ৫ জন
- ৪ জন
- ৩ জন
- ১ জন
23400. মহানবি (স) নবুয়ত প্রাপ্তির পর সর্বপ্রথম কাদের কাছে দীনের দাওয়াত পৌঁছান?
- সাধারণ লোকের কাছে
- নিকটাত্মীয়দের কাছে
- প্রতিবেশীদের কাছে
- গরিব লোকদের কাছে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আদর্শ-জীবনচরিত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2340"