আখলাক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2321
23201. কর-খাজনায় ফাঁকি দেওয়া মূলত-
- নির্বুদ্ধিতা
- বুদ্ধিমত্তার পরিচায়ক
- দেশদ্রোহিতা
A,C
23202. কুরআনের আলোকে কে সবচেয়ে বেশি সম্মানিত?
- দানশীল
- তাকওয়াবান
- শালীন
- আমানতদার
23203. শালীনতা কিসের বিপরীত?
- শ্লীলতা
- মাধুর্যতা
- অশ্লীলতা
- পরিশীলত
23204. ‘নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই ।’- কে বলেছেন?
- আল্লাহ
- মহানবি (স)
- শাফী (রা)
- আবু হুরায়রা (রা)
23205. দেশের অার্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করা কাদের কর্তব্য?
- সাধারণ নাগরিকদের
- সত্যিকার স্বদেশপ্রেমিকদের
- রাজনীতিবিদদের
- প্রশাসনিক কর্মকর্তাদের
23206. অন্তর কলুষিত হলে সমস্ত শরীর কলুষিত হয় এ সংক্রান্ত হাদিস কোন গ্রন্থে রয়েছে?
- বুখারি
- মুসলিম
- ইবনে মাযা
- বুখারি ও মুসলিম
23207. “যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।” কে বলেছেন?
- হযরত মুহাম্মদ (স)
- আবু বকর (রা)
- আল্লাহ তায়ালা
- জর্জ বুশ
23208. ওয়াদার আরবি প্রতিশব্দ কোনটি?
- ইহসান
- আমানত
- আল আহ্দু
- আস সাদিক
23209. চরম অকৃতজ্ঞ কারা?
- যারা অপরের হক আদায় করে না
- যারা দেশকে ভালোবাসে না
- যারা নামায পড়ে না
- যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে
23210. “ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়।” কে বলেছেন?
- আল্লাহ
- মুহাম্মদ (স)
- আগাস্ট কোঁৎ
- প্লেটো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আখলাক - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2321"