আকাইদ-ও-নৈতিক-জীবন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2234
22331. মানুষ তার ভাগ্য ফেরানোর জন্য চেষ্টা করবে এবং ফলাফলের জন্য-
- প্রচেষ্টা অব্যাহত রাখবে
- আল্লাহর ওপর নির্ভর করবে
- নিজের ওপর আস্থা রাখবে
- আল্লাহর নিকট দোয়া করবে
22332. কোন অপরাধের ফলে মানুষ চিরকালের জন্য ব্যর্থ ও হতাশ হয়ে যায়?
- কুফর ও নাফরমানি
- মিথ্যা ও অলসতা
- অলসতা ও পাপাচার
- প্রতারণা ও মিথ্যা
22333. জাব্বার শব্দের অর্থ কী?
- প্রবল
- অতি ক্ষমাশীল
- মহারক্ষক
- সর্বদ্রষ্ট্রা
22334. হযরত ইবরাহিম (আ.)-এর ওপর কত খানা সহিফা নাযিল হয়েছে?
- 5
- 10
- 15
- 30
22335. মহাববি (স.) তাঁর মক্কা জীবনে কিসের কথা বেশি প্রচার করেছেন?
- তাওহিদ ও কিয়ামত
- তাওহিদ ও আখিরাত
- কিয়ামত ও আখিরাত
- জান্নাত ও জাহান্নাম
22336. “প্রত্যেক মুসলমানকে খতমে নবুয়তে বিশ্বাস করতে হবে, কারণ এটি-
- আল্লাহর ঘোষণা
- মহানবি (স.) এর ঘোষণা
- ইমানের অঙ্গ
A,B,C
22337. ওয়াদা ভঙ্গকারী ব্যক্তিদের সর্বদা এড়িয়ে চলতে হবে, কারণ-
- ওয়াদা ভঙ্গকারীকে কেহই পছন্দ করে না
- এদের প্রত্যেকটা কাজই লোক দেখানো
- এরা দ্বিমুখী নীতিবিশিষ্ট ও প্রতারক
A,B,C
22338. শাফাআতের সবচেয়ে বেশি ক্ষমতা কার থাকবে?
- আদম (আ.)
- মুসা (আ.)
- মুহাম্মদ (স.)
- ইউনুস (আ.)
22339. মানব জীবনের সকল দিক আলোচনা করা হয়েছে কোথায়?
- ইসলাম ধর্মে
- ইহুদিধর্মে
- কনফুসিয় ধর্মে
- বৌদ্ধধর্মে
22340. “কোনো কিছুই তার সদৃশ নয়।” আয়াতটি কোন সূরার অন্তর্গত?
- আন্-নিসা
- সূরা আম্বিয়া
- সূরা শুরা
- সূরা মায়িদা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আকাইদ-ও-নৈতিক-জীবন - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2234"