আকাইদ-ও-নৈতিক-জীবন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2218
22171. কালিমা মানুষকে কী করে?
- অহংকারী
- আত্মমর্যাদাশীল
- সৃজনশীল
- সাহসী
22172. যিনি ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থা্পন করেন তাকে বলা হয়-
- মুফতি
- মুহসিন
- মুসলিম
- মুমিন
22173. সফলতা ও সম্মানের মূল চাবিকাঠি কী?
- রাজনৈতিক জীবন
- মাস্তানি জীবন
- নৈতিক জীবন
- সাধারণ জীবন
22174. কবরে প্রশ্ন করেন-
- কিরামুন কাতেবীন
- মুনকার ফেরেশতা
- নাকির ফেরেশতা
B,C
22175. জাহান্নামের শাস্তির ভয় মানুষকে-
- লালসা জাগ্রত করে
- দুশ্চিন্তা জাগ্রত করে
- সৎকর্মশীল করে
- হতাশ করে
22176. অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইমানদারসুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানের অনুষ্ঠান সম্পন্ন করাকে কী বলে?
- নিফাক
- কাফির
- মুসলিম
- সিদক
22177. কিয়ামতের দিন একজন পাপী বান্দা কীভাবে আল্লাহর নিকট হতে ক্ষমা পেতে পারে?
- নবি-রাসুল (স)-এর শাফাআতে
- পুণ্যবান বান্দাগণের শাফাআতে
- পিতা-মাতার শাফাআতের মাধ্যমে
- নবি-রাসূল (স) ও পুণ্যবান বান্দাগণের শাফাআতে
22178. মানবজীবন কয়ভাগে বিভক্ত?
- দুই
- তিন
- চার
- পাঁচ
22179. মহান আল্লাহর গুণবাচক নাম ‘রাহিম’ অর্থ কী?
- অতি ক্ষমাশীল
- সর্বশ্রোতা
- মহারক্ষক
- পরম করুণাময়
22180. কিতাব কাদের নিকট অবতীর্ণ হয়েছে?
- নবিদের নিকট
- নবি-রাসুলদের নিকট
- মানুষের নিকট
- রাসূলদের নিকট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আকাইদ-ও-নৈতিক-জীবন - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2218"