অর্থের-সময়মূল্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1733
17321. আল আমিন একজন ব্যবসায়ী। তিনি দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে ১৪% হারে ১৫,০০০ টাকা ৪ বছরের জন্যে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। তাহলে আল আমিন সাহেবের বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে?
- ২৬০৯২ টাকা
- ৩০০০০ টাকা
- ৪৪৯০৮ টাকা
- ৫২১৩৪ টাকা
17322. নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
- সুদের হার নির্ধারণ
- বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
- আর্থিক অবস্থা নিরূপণ
- ঋণের কিস্তি হ্রাস করা
17323. কোন সুদের ক্ষেত্রেও প্রতি বছর বর্ধিত আসলের ওপর সুদ গণনা করা হয়?
- ব্যাংক
- দীর্ঘমেয়াদি
- চক্রবৃদ্ধি
- সরল
17324. EAR কী
- Effective annual Rate
- Effecient annual Rate
- Erning annual Rate
- Evalued annual Rate
17325. অর্থায়নের বেশির ভাগ সিদ্ধান্তের মূলে কোন ধারণাটি জড়িত?
- অর্থের সময়মূলের
- অর্থের অন্তর্নিহিত মূল্যের
- অর্থের বহ্যিক মূল্যের
- অর্থের ব্যবহার মূল্যের
17326. বাট্টার হার কম হলে কী হয়?
- চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পাবে
- বর্তমান মূল্যের পরিমাণ অপরিবর্তিতে থাকবে
- বর্তমান মূল্যের পরিমাণ বেশি হবে
- বর্থমান মূল্যের পরিমাণ কম হবে
17327. ‘রুল ৭২’ -এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়?
- বার্ষিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে
- সরল সুদ পদ্ধতিতে
- ত্রৈমাসিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে
- অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে
17328. বিনিয়োগ দ্বিগুণ হলে ‘রুল ৭২’ অনুযায়ী ৭২-কে-
- মেয়াদ দিয়ে গুণ করলে সুদ পাওয়া যায়
- মেয়াদ দিয়ে ভাগ করলে সুদ পাওয়া যায়
- সুদ দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়
B,C
17329. সানোয়ারা বেগম সোনালী ব্যাংকে ৫,০০,০০০ টাকা FDR করে রাখেন তাহলে তিনি উক্ত অর্থের ওপর ৭.৫% হরে সুদ পাবেন। এছাড়াও ৬ বছর মেয়াদ শেষে ব্যাংক সম্পূর্ণ অর্থের ওপর সানোয়ারা বেগমকে ৯০% হারে সুদসহ আসল অর্থ প্রদান করবে। তিনি হিসাব করে দেখলেন বর্তমান সময়ের ৫০,০০০ টাকা আগামী ৬ বছর পরের ৯০% বৃদ্ধিপ্রাপ্ত টাকার সমান অর্থ বহন করে।ছয় বছর পর সানোয়ারা বেগম ব্যাংকের নিকট হতে কত টাকা পাবেন? সানোয়ারা বেগমের হিসাবের ভিত্তি-
- অর্থের বিক্রয়মূল্য
- অর্থের সময়মূল্য
- অর্থের ভারসাম্য মূল্য
17330. বেল আসলের ওপর যে সুদ গণনা করা হয়,তাকে কী বলে?
- সরল সুদ
- চক্রবৃদ্ধি সুদ
- বাৎসরিক সুদ
- মাসিক সুদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অর্থের-সময়মূল্য - এসএসসি-finance-banking-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1733"