অর্থের-সময়মূল্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1727
17261. মি. খালেদ ৯% সুদে ৮৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখল। কত বছরে তিনি দ্বিগুণ পাবেন?
- 13
- 14
- 17
- 8
17262. আমিন সাহেব কিস্তিতে ঋণ পরিশোধ করতে অর্থের কোন ধারণা ব্যবহার করেছেন?
- অর্থের সময়মূল্যের
- অর্থের ভবিষ্যৎ মূল্যের
- অর্থের বর্তমান মূল্যের
- অর্থের অতীত মূল্যের
17263. অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যবহৃত হয়-
- বিনিয়োগের ক্ষেত্রে
- মূলধন বাজেটিং-এর ক্ষেত্রে
- প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে
A,B,C
17264. অর্থের সময়ের মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কীসের পরিমাণ নির্ধারণ করা যায়?
- প্রকৃত অর্থের
- সুযোগ ব্যয়ের
- মূল্য নির্ধারণের
- প্রকল্প মূল্যায়ন ব্যয়ের
17265. দৈনন্দিন অর্থায়নে কোন ধারণাটি প্রয়োজন?
- অর্থের সময়মূল্যে
- অর্থের বিহিত মূল্যে
- অর্থের ঐচ্ছিক মূল্যে
- বাৎসসিক মূল্য
17266. সালেহা বেগম ৫ % সুদে ১০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলে কত বছরে তা দ্বিগুণ হবে?
- ১২.৪৫ বছর
- ১৪.১৫ বছর
- ১৬.২৮ বছর
- ২০.৬৯ বছর
17267. বোরহান একটি ল্যাপ্টপ ক্রয় করার জন্যে ৭০,০০০ টাকা এক্সেল ব্যাংক তেকে ঋণ নেয়। ব্যাংকের সুদের হার ১৮%। তাকে ঋণের কিস্তিগুলো মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে। বোরহান এ ঋণ ৩ বছরের মধ্যে পরিশোধ করতে চাইলে প্রতিটি কিস্তিতে তাকে কত টাকা পরিশোধ করতে হবে?
- ২১১৭ টাকা
- ২৫৩০ টাকা
- ২২২৭ টাকা
- ২৭৪৭ টাকা
17268. বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-
- বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
- অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
- সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
B,C
17269. ৬ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় বাৎসরিক ১০% হারে অথবা মাসিক ৮% হারের মধ্যে কোনটি অধিক লাভজনক?
- মাসিক ১০%
- বাৎসরিক ৮%
- বাৎসরিক ১০%
- মাসিক ৮%
17270. জনাব শহীদকে কত টাকা করে বার্ষিক কিস্তি প্রদান করতে হবে?
- ১১৫৪৪০ টাকা
- ১২৬৬৫০ টাকা
- ১২৬৯২ টাকা
- ১৮২০২০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অর্থের-সময়মূল্য - এসএসসি-finance-banking-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1727"